পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ মহিলা আ’লীগের দফতর সম্পাদক সম্পাদক রোজিনা নাসরিনের পিতা পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনয়িনের কলারদোয়ানিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরউদ্দিনকে (৭৫) রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাকে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল
মামুন, থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, সাবকে মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ অঅব্দুল লতিফ প্রমুখ।
এর আগে তিনি দীর্ঘ দিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না —রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম সহ পিরোজপুর জেলা ও নাজিরপুর উপজেলা আ’লীগ। মৃত্যু কালে তিনি দুই ছেলে, চার কন্যা রেখে গেছেন।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস