ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলায় বৈরী আবহাওয়ার কারনে ভোলা-লক্ষীপুর রুটে লঞ্চ এবং জেলার অভ্যন্তেীন সকল রুটে ৬৫ ফুটের নিচে সকল নৌ-যান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিটিএ । ভোলা নদী বন্ধরের সহকারি পরিচালক মোঃ শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বৈরী আবাহাওয়া, যাত্রীদের নিরাপত্তা এবং নৌ বন্দরে ২ নাম্বার সততর্কতা সংকেত থাকায় শুক্রবার (১৯ আগষ্ট) দুপুর ১২ টা থেকে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত এসব নৌ যান চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়।
সকাল থেকে জেলা জুড়ে ভারী বর্ষন হলেও বিকাল থেকে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এতে নদ-নদী উত্তাল হয়ে উঠেছে। উপকূল জুড়ে বিরাজ করছে আতংক উৎকন্ঠা। অন্যদিকে সকল মাছ ধরার নৌকা এবং ট্রালকে নিরাপদে আসতে বলেছে প্রশাসন।
মনজুর রহমান/ইবিটাইমস