ভোলায় পুলিশ মোতায়েন,পরিস্তিতি স্বাভাবিক

ভোলা প্রতিনিধিঃ ভোলায় পুলিশ বিএনপির সংঘর্ষের ঘটনায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।তবে জনজীবন স্বাভাবিক রয়েছে।

শুক্রবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে সংঘর্ষে আহত ছাত্রদল নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করেছে জেলা বিএনপি। জুমাবাদ জেলার সকল মসজিদ এ দোয়া অনিষ্ঠিত হবে।

বিকেলে বিএনপির পরবর্তি কর্মসূচী ঘোষনা করা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক।

অন্যদিকে সেচ্ছেসবক দল সদস্য নিহতের ঘটনায় ভোলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় সদর মডেল থাকার ওসি তদন্তসহ ৩৬ পুলিশকে আসামী করে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী খাদিজা বেগম।

এ বিষয়ে পুলিশের বিবৃতি জানকে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) মোঃ আসাদুজ্জামান বলেন, মামলার আদেশ এখনও পুলিশের কাছে এসে পৌছায়নি,  আদেশ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।জনগনের নিরাপত্তায় গুরুপ্তপূর্ন পয়েন্ট পুলিশ মোতায়েন রয়েছে।

সকাল দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথায় কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। পরিস্তিতি স্বাভাবিক ছিলো।

মনজুর রহমান/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »