ভিয়েনা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম ফিরতি ফ্লাইটে ফিরেছেন ৪১৬ হাজি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • ২১ সময় দেখুন

ঢাকা: হাজিদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইটটি (বিজি-৩৫০২) বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা থেকে ৪১৬ জন হজযাত্রী বহন করে নিয়ে এসেছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম জানান, হাজিদের আগমন উপলক্ষে বিমানবন্দরে প্রস্তুতি নেয়া হয়েছে। তাদের ফ্লাইট থেকে নামার দ্রুত আনুষ্ঠানিকসহ প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ শাখার তাহেরা খন্দকার জানান, হাজিদের বহনকারী বিমানের প্রথম ফ্লাইটিতে আসন সংখ্যা ৪১৯। তাতে ৪১৬ জন হজযাত্রী বুকিং দেন। বিমান ছাড়াও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া) ও ফ্লাইনাসের ফ্লাইটে আগামী ৪ আগস্ট পর্যন্ত হজযাত্রীরা দেশে ফিরবেন বলেও জানান তিনি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রথম ফিরতি ফ্লাইটে ফিরেছেন ৪১৬ হাজি

আপডেটের সময় ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২

ঢাকা: হাজিদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইটটি (বিজি-৩৫০২) বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা থেকে ৪১৬ জন হজযাত্রী বহন করে নিয়ে এসেছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম জানান, হাজিদের আগমন উপলক্ষে বিমানবন্দরে প্রস্তুতি নেয়া হয়েছে। তাদের ফ্লাইট থেকে নামার দ্রুত আনুষ্ঠানিকসহ প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ শাখার তাহেরা খন্দকার জানান, হাজিদের বহনকারী বিমানের প্রথম ফ্লাইটিতে আসন সংখ্যা ৪১৯। তাতে ৪১৬ জন হজযাত্রী বুকিং দেন। বিমান ছাড়াও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া) ও ফ্লাইনাসের ফ্লাইটে আগামী ৪ আগস্ট পর্যন্ত হজযাত্রীরা দেশে ফিরবেন বলেও জানান তিনি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ