মুজিব বর্ষের উপহারঃ চরফ্যাসনের ৪ ইউনিয়নের ৩০গৃহহীন পরিবার পাচ্ছেন পাকা ঘর

চরফ্যাশন,ভোলাঃ “আশ্রায়নের অধিকার,শেখ হাসিনার উপহার” মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন চরফ্যাসনের ৪ টি ইউনিয়নের ৩০ গৃহহীন অসহায় দরিদ্র ও ভূমিহীন পরিবার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৈরী হচ্ছে গরীব মানুষদের স্বপ্নের বাড়ী ঘর। ঘর তৈরীতে চর্তূদিকে ইটের দেয়াল এবং ছাউনি হিসেবে মাথার উপরে দেয়া হচ্ছে রঙিন টিন। এ বিষয়ে চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন এর সাথে কথা হয় ইউরো বাংলা টামসের সাথে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন মুঠোফোনে জানান, ১ লাখ ৭১ হাজার টাকা প্রতি ঘর এর জন্য বরাদ্ধ আছে। ইউএনও,এসিল্যান্ড ও উপজেলা প্রকল্প কর্মকর্তা এই ৩ জনের তদারকিতে কাজ হচ্ছে।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর বিশেষ   উপহার হিসেবে ২ শতাংশ জমি ও আধা পাকা ঘর নির্মাণ করে ভূমিহীন, অসহায় দরিদ্র মানুষের মাঝে লটারীর মাধ্যমে বরাদ্ধ দেয়া হয়েছিল। পুরো ৩০ টি ঘরের কাজ সম্পন্ন করতে আরো ২/৩ দিন সময় লাগতে পারে। প্রধানমন্ত্রীর এ কার্যক্রম সফল করতে উপজেলার সৎ অফিসার হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভকারী নির্বাহী কর্মকর্তা মোঃ  রুহুল আমিন, সহকারী কমিশনার( ভূমি) রিপন বিশ্বাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এখন জানালা দরজায় রঙের কাজ চলছে।

প্রধানমন্ত্রীর ঘর উপহার পেয়ে সুবিধাভোগীদের আনন্দে চোখে জল পরতে  দেখা যায়। কয়েকজনের সাথে কথা বললে   তারা বলেন,আমরা প্রধানমন্ত্রীর জন্য নামাজ পড়ে তারা দোয়া করছি।

উপজেলা নির্বাহী  কর্মকর্তা মো রুহুল আমিন জানান, আগামী ২৩ জানুয়ারী সারাদেশে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কথা বলবেন। এছাড়া এই ৩০ পরিবারকে ২ শতাংশ জমি এবং ঘর রেজিস্ট্রারী করে দেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন,ঘর বরাদ্ধের মধ্যে চরফ্যাসনের মাদ্রাজ ইউনিয়নে ১৭ টি, জাহানপুরে ৪ টি, হাজারীগঞ্জে ৪ টি এবং চর মানিকায় ৫ টি ।

জামাল মোল্লা /ইউবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »