ঢাকা থেকে সংসদ প্রতিনিধি আজিম উদ্দিন লিটনঃ গতকাল ১৫-০২-২০২২ খ্রীঃ একাদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম সভা বিকাল-৩.০০ ঘটিকায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে অবস্থিত কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।
পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি’র সভাপতিত্বে সভায় ভোলা জেলা সহ সমগ্র দক্ষিনাঞ্চলের উপকূলীয় এলাকায় নদীর নবত্য হ্রাস, নদী ভাঙ্গন প্রতিরোধ কল্পে ব্লক জিও ব্যাগ এবং টেকসই বেড়ীবাঁধ নির্মানের উপর গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন-স্থায়ী কমিটির অন্যতম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, এমপি ১১৭ ভোলা-৩।
সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম। পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম ও নাইমুর রহমান দুর্জয় এমপি, সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব সহ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
ঢাকা/ ইবিটাইমস/ এম আর