নিউজ ডেস্কঃ আয়েবাপিসির সাধারন সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গতকাল রোববার (৯ জানুয়ারি) রাতে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের(আয়েবাপিসি) বর্তমান কার্যনির্বাহী কমিটির এক আন্তর্জাতিক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে ৪১ জন সদস্য বিশিষ্ট এক বিশাল শক্তিশালী কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যই উপস্থিত ছিলেন। অবশ্য পেশাধারী কাজের জন্য কয়েকজন সদস্য অনুপস্থিত ছিলেন।
এই ভার্চুয়াল বৈঠকের সভাপতির দায়িত্ব পালন করেন ফ্রান্স থেকে আয়েবাপিসির সহ সভাপতি এনায়েত হোসেন সোহেল এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইতালির ট্রেভেজিও থেকে আয়েবাপিসির সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন।
ইতালির রাজধানী রোমে গত ডিসেম্বর মাসে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের নিয়ে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নামে সংগঠনটি নিবন্ধন বা রেজিস্ট্রেশন হয়েছে। ইতালি সরকারের নিকট “All Eurpean Bangla Press Club” AEBAPC এর রেজিস্ট্রেশন নাম্বার 2892। সাংবাদিকদের বৈধ এই সংগঠনটি নিজস্ব মনোগ্রাম সহ ইতালির সরকারের নিকট রেজিস্ট্রেশন করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য মনিরুজ্জামান মনির। ইতালি যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের একটি সদস্য দেশ, তাই এই রেজিস্ট্রেশন বাকী ২৬ টি ইইউ দেশেও আইনতগতভাবে স্বীকৃত।
সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ উক্ত ভুয়া কমিটি গঠন করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন এবং যারা আয়েবাপিসি`র নাম ও লোগো ব্যবহার করে এই ভুয়া কমিটি গঠন করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য যে, ইতালির রোমে ২০১৬ সালে প্রতিষ্ঠা লাভের পর এই প্রথম ইউরোপের সাংবাদিকদের পরিবার খ্যাত প্রতিষ্ঠানটি ইতালির সরকার তথা ইউরোপিয়ান ইউনিয়নে রেজিস্ট্রেশন হল। সাথে সাথে সংগঠনটির একটি অত্যন্ত শক্তিশালী সংবিধানও প্রণীত হয়েছে।
বৈঠকে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ইউরোপের যে কোন একটি দেশে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি এবং ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি সহ একটি জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানের ব্যাপারে ঐক্যমত পোষণ করেন।
উল্লেখ্য যে, আয়েবাপিসির বর্তমান সভাপতি জার্মানি থেকে হাবিবুর রহমান হেলাল এবং ইতালি থেকে সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন। ইউরোপে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের নিয়ে প্রতিষ্ঠিত এই সংগঠনটিতে ৪১ জন কার্যনির্বাহী সদস্য এবং ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সদস্যরা যে সব দেশ থেকে প্রতিনিধিত্ব করছেন সে সমস্ত দেশের মধ্যে অন্যতম ইতালি, জার্মান,পর্তুগাল, ফ্রান্স, অষ্ট্রিয়া, স্পেন, গ্রিস,যুক্তরাজ্য (ব্রিটেন) এবং মাল্টা।
নিউজ ডেস্ক/ কবির আহমেদ/ইবিটাইমস