ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরের নতুন চর এলাকার অপু হাওলাদার প্রতিবছর নতুন নতুন ডিজাইনের মাটির চুলা তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছে।
প্রতিবছর শীত মৌসুমে নতুন নতুন চুলা তৈরি করে শীতকালীন চিতই পিঠা, ভাপা পিঠাসহ নানা ধরনের পিঠা তৈরি করে বিক্রি করে।
এ বছর সে ময়ুরের আকৃতি তৈরি করে ময়ুরপঙ্খী চুলা বানিয়েছে।এই চুলার কাঠ ব্যবহারের জন্য একটি মুখ রাখা হয়েছে এবং এতে তিনটি উনুন একসাথে ব্যবহার করা যায়। ১৫ বছর ধরে এই এলাকার নদীর তীরে মাটি দিয়ে তিনি চুলা তৈরি করে আসছেন। ইতিপূর্বে শাপলাফুল, পদ্মফুল, হার্ট, মানুষের হাত আকৃতির চুলা তৈরি করেছিল। অপু হাওলাদার এই এলাকার হেমায়েত হাওলাদারের পুত্র।
বাধন রায়/ইবিটাইমস