ঝালকাঠির সাংবাদিক শ্যামল সরকারের পরলোকগমন

ঝালকাঠি প্রতিনিধি:  ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি, এটিএন বাংলা এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি এবং ঝালকাঠি মুক্তিযুদ্ধ গ্রন্থের লেখক ও সাবেক শিক্ষক শ্যামল চন্দ্র সরকার (৬৩) পরলোকগমন করেছেন।

শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে ঝালকাঠি শহরের টিঅ্যন্ডটি সড়কের নিজ বাসায় তাঁর মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন ধরে কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক কণ্যা সন্তনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার ঝালকাঠি পৌর মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি ও  ঝালকাঠি প্রেসক্লাব সদস্য এবং মিডিয়া কর্মীবৃন্দ । এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক বার্তা দিয়েছেন।

শনিবার সকাল ১০টায় শ্রদ্ধা জানাতে তার মরদহে নিয়ে আসা হয় প্রেসক্লাব চত্বরে। সেখানে প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিনিট, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর টেলিভিশন সাংবাদিক সমিতির কাযার্লয়ে কিছুক্ষন মরদেহ রাখার পরে তার মরদেহ দীর্ঘদিনের কর্মস্থল উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে নিয়ে যাওয়া হয়।  এখানে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা এবং পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। শ্যামল সরকার ছিলেন গবেষক ও শিক্ষক।

তিনি ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদ থেকে ২০১৮ সালে অবসরে যান। ‘ঝালকাঠির মুক্তিযুদ্ধ’ নামে একটি ইতিহাস সম্বলিত বই লিখেছিলেন  তিনি।

তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন জেলা আওয়ামীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, যুবলীগ, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, প্রগতি লেখক সংঘসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা শোকবার্তা দিয়েছেন।

বাধন রায়/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »