হবিগঞ্জে দুই সাংবাদিকের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জের কুর্শি কার্প হ্যাচারীর সাবেক মৎস্য কর্মকর্তা মোঃ আলমের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ২ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে হবিগঞ্জ প্রেসক্লাব।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল,অ্যাডভাকেট সফিকুর রহমান চৌধুরী,মোঃ ফজলুর রহমান, রুহুল হাসান শরিফ,গোলাম মোস্তফা রফিক। সহ সভাপতি অ্যাডভোকেট নির্মল ভট্রাচার্য্য রিংকু, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভাকট শাহ ফখরুজ্জামান, রাসেল চৌধুরী, সায়েদুজ্জামান জাহির, প্রেসক্লাব সদস্য আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী, শফিকুল আলম চৌধুরী, মঈন উদ্দিন আহমেদ, নুরুল হক কবির, মুজিবুর রহমান, ফজলে রাব্বি রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক সহিবুর রহমান, মোতাব্বির হোসেন কাজল, শাহ আলম,আব্দুল হান্নান চৌধুরী টিপু,আসাদুজ্জামান সুমন,নিরঞ্জন গোস্বামী শুভ, মুহিন শিপনসহ জেলার কর্মরত গনমাধ্যম কর্মীরা।

মাছরাঙা টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ এবং বাংলা নিউজ ২৪.কম প্রতিনিধি বদরুল আলমের উপর মামলা করেন নবিগঞ্জ কুর্শি কার্প হ্যাচারীর সাবেক মৎস্য কর্মকর্তা মোঃ আলম।পরে তাকে বরিশাল জেলার আগলঝড়া উপজেলায় বদলী করে উর্ধতন কর্তৃপক্ষ।

বক্তারা বলেন, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সকল মহলকে নিয়ে হবিগঞ্জে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। ঐ কর্মকর্তা হবিগঞ্জে ৯ বছর দায়িত্ব পালনকালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারনে বেশ কিছু লিখিত অভিযাগ করেন মৎস্যজীবি ও স্থানীয় ভুক্তভাগীরা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান গণমাধ্যম কর্মীরা।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »