ভিয়েনা: বাম পায়ে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক বৃদ্ধ। পরিস্থিতি বিবেচনা করে সংক্রমিত পা অপসারণের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। কিন্তু গোল বাঁধে অপারেশনের টেবিলে। ভুলক্রমে বাম পায়ের বদলে ওই রোগীর ডান পা অপসারণ করা হয়। আর মারাত্মক এই ভুলটি ধরা পরেছে ওই ঘটনার দুদিন পর।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, অস্ট্রিয়ার ফ্রিস্টাডট শহরে চলতি বছরের মার্চে এই ঘটনা ঘটে।
৮২ বছর বয়সী রোগীর ভুল পা অপসারণের জন্য দেশটির আদালত ওই চিকিৎসককে জরিমানা করেছে। বিষয়টি বুধবার গণমাধ্যমকে জানিয়েছেন উত্তরাঞ্চলীয় শহর লিঞ্জের ট্রাইব্যুনালের মুখপাত্র। যদিও ওই চিকিৎসক এই ঘটনাকে ‘মানবিক ভুল’ বলে সাফাই গেয়েছেন।
এদিকে, আদালতে এই মামলা ওঠার আগেই ওই বৃদ্ধের মৃত্যু হওয়ায় জরিমানার অর্থ তার বিধবা স্ত্রী পাবেন বলে জানা গেছে। তবে চিকিৎসক চাইলে রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করতে পারবেন।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ