ভিয়েনা ১২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বার্লিনে ইউক্রেনের সাথে জার্মানি ও যুক্তরাস্ট্রের মধ্যে যুদ্ধ বিরতির আলোচনা চলছে এলেঙ্গায় জিরায় ভেজাল করার দায়ে ২ লাখ টাকা জরিমানা কর্তারহাট সাব-সেন্টারের পুকুরে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির লালমোহনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৭ হাদিকে নিতে ঢাকায় সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্স অস্ট্রেলিয়ার সিডনিতে এলোপাথাড়ি গুলিতে নিহত ১০,আহত ১২ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে কয়েক হাজার শরণার্থী পোল্যান্ডে অবৈধ অনুপ্রবেশের অপেক্ষায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • ২২ সময় দেখুন

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে দুই প্রতিবেশী দেশের মধ্যে সশস্ত্র সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

ইউরোপ ডেস্কঃ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছেন বেলারুশ সীমান্তে সশস্ত্র সংঘাতের সতর্কবার্তা দিয়েছে পোল্যান্ড।আর এই সংঘাত প্রতিবেশী বেলারুশ উস্কে দিতে পারে বলে জানিয়েছে দেশটি। বেলারুশ সীমান্তে গত কয়েক দিন ধরে তীব্র শীতের মধ্যে শত শত অভিবাসনপ্রত্যাশী খোলা আকাশের নিচে অবস্থান করছে। তীব্র শীতে ইতোমধ্যে কয়েক জন অভিবাসন প্রত্যাশী মারা গেছে।

অভিবাসন প্রত্যাশীদের সম্পর্কিত ইউরোপের অনলাইন পোর্টাল ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসন প্রত্যাশীরা বেলারুশ-পোল্যান্ড সীমান্তের নিকটে বেলারুশের গ্রোডনো অঞ্চলে জড়ো হয়েছে।  পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের পূর্বে অবস্তিত বেলারুশ সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে। বেলারুশের স্বৈরাচারী সরকার মধ্যপ্রাচ্য এবং অন্য জায়গা থেকে অভিবাসীদের প্রথমে লিথুয়ানিয়া,তারপর লাটভিয়া হয়ে এবং বর্তমানে পোল্যান্ড হয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে উৎসাহিত করছে বলে অভিযোগ ইউরোপীয় ইউনিয়নের।

অভিবাসন প্রত্যাশীরা পোল্যান্ড সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে চায়।তাদর সিংহভাগই জার্মানিতে রাজনৈতিক আশ্রয়ের প্রত্যাশী বলে বিভিন্ন সংবাদ মাধ্যমকে তারা জানিয়েছে।

অভিবাসীদের প্রবেশ ঠেকাতে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। পোল্যান্ড, ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটো জোট অভিযোগ করেছে, বেলারুশ এই সংকট সৃষ্টি করছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ বেলারুশ মূলত রাজনৈতিক হাতিয়ার হিসেবে এই অভিবাসনপ্রত্যাশীদের পোল্যান্ডের দিকে ঠেলে দিতে চাচ্ছে।অভিবাসীদের প্রবেশ ঠেকাতে কুনজনিকা সীমান্ত বন্ধ করে দিয়েছে পোল্যান্ড।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র শাবিয়া মান্টু বলেছেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য উদ্বাস্তু, আশ্রয়প্রার্থী এবং অভিবাসীদের ব্যবহার করা অগ্রহণযোগ্য এবং অবশ্যই এটি বন্ধ করতে হবে।’

পোল্যান্ড সরকারের মুখপাত্র পিওতর মুলার রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের বলেছেন, তার ‘একটি সংঘাতের প্রত্যাশা করছেন…যেটি সশস্ত্র ধরনের হতে পারে।’

পোল্যান্ডের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান স্টানিসল জারিন বলেছেন, অভিবাসীরা বেলারুশের সশস্ত্র ইউনিটের নিয়ন্ত্রণে ছিল। ‘বেলারুশ একটি বড় ঘটনা ঘটাতে চায়, বিশেষত গুলি চালানো ও হতাহত করা। ফলে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে অত্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭,৭১২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৯ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,০৪১ জন।

অস্ট্রিয়ার অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে। OÖ রাজ্যে ২,১৪১ জন,NÖ  রাজ্যে ১,৮৩০ জন,Tirol রাজ্যে ৮০৫ জন, Steiermark রাজ্যে ৭৫৬ জন,Kärnten রাজ্যে ৩৯৫ জন,Vorarlberg রাজ্যে ৩০১ জন,Salzburg রাজ্যে ২৫২ জন এবং  Burgenland রাজ্যে ১৯১ জন নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ সমগ্র অস্ট্রিয়াতে করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে ১৪,৪৩৭ ডোজ এবং এই পর্যন্ত মোট টিকাদানের পরিমাণ ১,১২,৯৭,৬১৮ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৫৭ লাখ ৭৩ হাজার ৩৯০ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৪,৬ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮,৯৯,৭৭৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১,৫৫৪ জন।করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৮,০৮,৯৮৪ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৭৯,২৩৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৪০৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,১৫২ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

জনপ্রিয়

বার্লিনে ইউক্রেনের সাথে জার্মানি ও যুক্তরাস্ট্রের মধ্যে যুদ্ধ বিরতির আলোচনা চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে কয়েক হাজার শরণার্থী পোল্যান্ডে অবৈধ অনুপ্রবেশের অপেক্ষায়

আপডেটের সময় ০৬:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে দুই প্রতিবেশী দেশের মধ্যে সশস্ত্র সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

ইউরোপ ডেস্কঃ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছেন বেলারুশ সীমান্তে সশস্ত্র সংঘাতের সতর্কবার্তা দিয়েছে পোল্যান্ড।আর এই সংঘাত প্রতিবেশী বেলারুশ উস্কে দিতে পারে বলে জানিয়েছে দেশটি। বেলারুশ সীমান্তে গত কয়েক দিন ধরে তীব্র শীতের মধ্যে শত শত অভিবাসনপ্রত্যাশী খোলা আকাশের নিচে অবস্থান করছে। তীব্র শীতে ইতোমধ্যে কয়েক জন অভিবাসন প্রত্যাশী মারা গেছে।

অভিবাসন প্রত্যাশীদের সম্পর্কিত ইউরোপের অনলাইন পোর্টাল ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসন প্রত্যাশীরা বেলারুশ-পোল্যান্ড সীমান্তের নিকটে বেলারুশের গ্রোডনো অঞ্চলে জড়ো হয়েছে।  পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের পূর্বে অবস্তিত বেলারুশ সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে। বেলারুশের স্বৈরাচারী সরকার মধ্যপ্রাচ্য এবং অন্য জায়গা থেকে অভিবাসীদের প্রথমে লিথুয়ানিয়া,তারপর লাটভিয়া হয়ে এবং বর্তমানে পোল্যান্ড হয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে উৎসাহিত করছে বলে অভিযোগ ইউরোপীয় ইউনিয়নের।

অভিবাসন প্রত্যাশীরা পোল্যান্ড সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে চায়।তাদর সিংহভাগই জার্মানিতে রাজনৈতিক আশ্রয়ের প্রত্যাশী বলে বিভিন্ন সংবাদ মাধ্যমকে তারা জানিয়েছে।

অভিবাসীদের প্রবেশ ঠেকাতে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। পোল্যান্ড, ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটো জোট অভিযোগ করেছে, বেলারুশ এই সংকট সৃষ্টি করছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ বেলারুশ মূলত রাজনৈতিক হাতিয়ার হিসেবে এই অভিবাসনপ্রত্যাশীদের পোল্যান্ডের দিকে ঠেলে দিতে চাচ্ছে।অভিবাসীদের প্রবেশ ঠেকাতে কুনজনিকা সীমান্ত বন্ধ করে দিয়েছে পোল্যান্ড।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র শাবিয়া মান্টু বলেছেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য উদ্বাস্তু, আশ্রয়প্রার্থী এবং অভিবাসীদের ব্যবহার করা অগ্রহণযোগ্য এবং অবশ্যই এটি বন্ধ করতে হবে।’

পোল্যান্ড সরকারের মুখপাত্র পিওতর মুলার রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের বলেছেন, তার ‘একটি সংঘাতের প্রত্যাশা করছেন…যেটি সশস্ত্র ধরনের হতে পারে।’

পোল্যান্ডের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান স্টানিসল জারিন বলেছেন, অভিবাসীরা বেলারুশের সশস্ত্র ইউনিটের নিয়ন্ত্রণে ছিল। ‘বেলারুশ একটি বড় ঘটনা ঘটাতে চায়, বিশেষত গুলি চালানো ও হতাহত করা। ফলে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে অত্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭,৭১২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩৯ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১,০৪১ জন।

অস্ট্রিয়ার অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে। OÖ রাজ্যে ২,১৪১ জন,NÖ  রাজ্যে ১,৮৩০ জন,Tirol রাজ্যে ৮০৫ জন, Steiermark রাজ্যে ৭৫৬ জন,Kärnten রাজ্যে ৩৯৫ জন,Vorarlberg রাজ্যে ৩০১ জন,Salzburg রাজ্যে ২৫২ জন এবং  Burgenland রাজ্যে ১৯১ জন নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে আজ সমগ্র অস্ট্রিয়াতে করোনার প্রতিষেধক টিকা দেয়া হয়েছে ১৪,৪৩৭ ডোজ এবং এই পর্যন্ত মোট টিকাদানের পরিমাণ ১,১২,৯৭,৬১৮ ডোজ। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার প্রতিষেধক টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণ করেছেন মোট ৫৭ লাখ ৭৩ হাজার ৩৯০ জন,যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৪,৬ শতাংশ।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮,৯৯,৭৭৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ১১,৫৫৪ জন।করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৮,০৮,৯৮৪ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৭৯,২৩৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৪০৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২,১৫২ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস