মোতাব্বির কাজলঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৬ জন। নিহতরা সবাই অলিপুরস্থ প্রাণআরএফএল কোম্পানির শ্রমিক বলে জানা গেছে।
সোমবার (১৬ আগস্ট) সকাল ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগীতায় হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়।
শায়েস্তাগঞ্জ থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, শায়েস্তাগঞ্জ থেকে অলিপুর গামী ছেড়ে যাওয়া একটি সিএনজি অটোরিক্সা নছরতপুর এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আর এতে করে দুমড়ে-মুচরে যায় সিএনজি অটোরিক্সাটি। ঘটনাস্থলেই নিহত হন ৬ অটোযাত্রী। তাদের মধ্যে দুই জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে।
নিহতরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার শ্রী বাউত গ্রামের আকবর আলীর স্ত্রী রাহেলা খাতুন (৩০), একই গ্রামের সফর আলীর পুত্র স্বপন মিয়া (২৮), আবুল হোসেনের পুত্র আব্দুল আহাদ (৩৫), শায়েস্তাগঞ্জ উপজেলার বরমপুর গ্রামের আনফর আলীর পুত্র আলা উদ্দিন (৩৫), চুনারুঘাট উপজেলার পান্ডাইল গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র সোহাগ মিয়া (২৬) ও হনুফা বেগম (২৭) নামে এক নারী।
এদিকে, খবর পেয়ে নিহতের স্বজনরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে গিয়ে ভীড় জমিয়েছেন। এসময় কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায় নিহতের স্বজনদের।
হবিগঞ্জ/ইবিটাইমস/আরএন