ঢাকা: গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তিতে ঢাকা মহানগরের নতুন কমিটি ভুমিকা রাখবে বলে আশাবাদী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি দেয়া হয়েছে বলে জানান তিনি।
উত্তরার বাসায় মঙ্গলবার সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তার সাথে সৌজন্য সাক্ষাত করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন আহবায়ক কমিটির নেতারা। সেখানে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব। এই কমিটি জনগণ এবং দলের নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব তাদের প্রতি ঢাকা মহানগর বিএনপিকে আরো সংগঠিত করার আহ্বান জানান মির্জা ফখরুল।
ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন দুই আহবায়ক জানান, তৃনমুল পর্যায়ে দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে ঢেলে সাজানো হবে। পূরণ করবেন নেতাকর্মীদের প্রত্যাশা।
গঠনতন্ত্র অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে কাউন্সিল করার কথা জানান আহবায়ক কমিটির নেতারা।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ