ইউরো কাপে রংধনুর রাজনীতির কারনে প্রধানমন্ত্রী অরবানের জার্মানি সফর বাতিল

ইউরোপ ডেস্কঃ বুদাপেস্ট থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছেন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আজ তার নির্ধারিত জার্মানি ও হাঙ্গেরির মধ্যকার ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ‘এফ’ গ্রুপের শেষ গুরুত্বপূর্ণ খেলাটি দেখা শেষ মুহুর্তে বাতিল করেছেন।
জার্মানির বিভিন্ন প্রেস এজেন্সি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান জার্মানি এবং হাঙ্গেরির মধ্যে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের খেলা
দেখতে তার সফর বাতিল করেছেন। এই ভ্রমণের পরিকল্পনায় ছিল হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আজ বিকাল ৫ টায় প্রাইভেট বিমানে করে জার্মানির মিউনিখে অবতরণ করবেন এবং রাত ৯ টায় সরাসরি মিউনিখের অ্যালিয়েঞ্জ এরিনায় (স্টেডিয়াম) স্বশরীরে উপস্থিত থেকে খেলা উপভোগ করবেন এবং হাঙ্গেরিকে উৎসাহ প্রদান করবেন। তিনি বায়ার্ন রাজ্যের গভর্নর
বা মুখ্যমন্ত্রী সোডারের সাথে খেলা দেখার পর রাতে জার্মানির বায়ার্ন রাজ্যের “বায়েরিশার হাফে” রাত যাপন করে সকাল সাতটায় হাঙ্গেরি ফেরত যাবেন।
এই খেলা দেখার সফর বাতিলের অন্যতম কারণ ছিল জার্মানির মিউনিখের অ্যালিয়েঞ্জ এরিনার স্টেডিয়ামকে রংধনুর সাত রংগে রঞ্জিত করা নিয়ে।
এই ঘটনার সূত্রপাত জার্মানির গোলরক্ষক ও অধিনায়ক ম্যানুয়াল নয়ারের সাত রঙের রঞ্জিত হাতের ব্যাজ পড়া নিয়ে।কেন রংধনুর রঙের আর্মব্যান্ড পরে খেলছেন জার্মানির অধিনায়ক ? সকলের একই প্রশ্ন, ব্যাপারটি শেষ পর্যন্ত UEFA কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।
আসলে জার্মানির অধিনায়ক ও গোলরক্ষক ম্যানুয়াল নয়ার সাত রঙের এই ব্যান্ড এক ধরনের প্রতিবাদ। হাঙ্গেরিতে যখন গ্যালারি থেকে বর্ণবৈষম্যমূলক ব্যানার এবং সমকামিতার বিরুদ্ধে জেহাদ ঘোষণা হয়েছে, তখন সবার সমান অধিকারের পক্ষে সওয়াল তুলেছে জার্মানি। রামধনু রং দিয়ে বৈচিত্র, সহনশীলতা ঐক্য এবং ক্ষমা-প্রদর্শন বোঝানোর চেষ্টা করা হয়েছে।

সংবাদ সংস্থা এএফপি ও বৃটিশ দৈনিক দি গার্ডিয়ান জানিয়েছেন, জার্মানির ফুটবল অধিনায়ক এবং গোলরক্ষক ম্যানুয়াল নয়ারকে দেখা যাচ্ছে রংধনু রঙের আর্মব্যান্ড পরে খেলতে। প্রথমে কেউ বুঝতে পারেননি হঠাৎ এই রঙিন ব্যান্ড পরার মানে কী ? ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা UEFA জানায় তাঁরা তদন্ত করে দেখবে। খেলার মাঠের রাজনৈতিক এবং প্ররোচনামূলক কিছু লাগিয়ে নামা নিষিদ্ধ। এর অন্যথা হলে কড়া শাস্তির মুখে পড়তে হয় সেই ফুটবলারকে। বিরাট পরিমাণ আর্থিক ফাইন করা হয় দলের। তাহলে কী চলতি ইউরো কাপের বাকি ম্যাচে নির্বাসিত হতে চলেছেন জার্মান অধিনায়ক ?
জার্মান ফুটবল সংস্থা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নতুন আপডেট দিয়েছে। তাঁরা স্পষ্ট জানিয়েছে দীর্ঘ সভার পর উয়েফা (UEFA) বুঝতে পেরেছে ওই আর্মব্যান্ড লাগানোর মানে কী। তাঁরা আর কোনও তদন্ত করবে না নিশ্চিত করেছে। জার্মানির অধিনায়ক ওই ব্যান্ড লাগিয়েই মাঠে নামতে পারবেন। আসলে ওই ব্যান্ড এক ধরনের প্রতিবাদ। হাঙ্গেরিতে যখন গ্যালারি থেকে বর্ণবৈষম্যমূলক ব্যানার এবং সমকামিতার বিরুদ্ধে জেহাদ ঘোষণা হয়েছে, তখন সবার সমান অধিকারের পক্ষে সওয়াল তুলেছে জার্মানি।
রামধনু রং দিয়ে বৈচিত্র, সহনশীলতা ঐক্য এবং ক্ষমা-প্রদর্শন বোঝানোর চেষ্টা করা হয়েছে। মাঠের ভেতর জার্মানি যেমন একটা দল হয়ে ফুটবল খেলে, তেমনই মাঠের বাইরে সব মানুষের এই পৃথিবীতে সমান অধিকার সেই বার্তা দিতে চায় তাঁরা। সমকামিতা কোনও অপরাধ নয় মনে করে তাঁরা। একই সঙ্গে বর্ণবৈষম্যের কোনও জায়গা নেই আজকের পৃথিবীতে সেটাও মনে করিয়ে দিতে চান জার্মান ফুটবল অধিনায়ক। ওই আর্মব্যান্ড ঐক্যের’ বার্তা বহন করে।
তারই জার্মানির বায়ার্ন রাজ্য প্রশাসন মিউনিখের অ্যালিয়েঞ্জ এরিনার স্টেডিয়ামকে সাত রঙে রঞ্জিত করার সিদ্ধান্ত নিলে হাঙ্গেরির প্রধানমন্ত্রী তার মিউনিখ সফর বাতিল করেন। এদিকে জার্মানির সমর্থনে অস্ট্রিয়ান রেলওয়ে (ÖBB) ভিয়েনার প্রধান রেল স্টেশনকেও রংধনুর সাত রঙে রঞ্জিত করেন।
কবির আহমেদ/ ইবিটাইমস

























