ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য লন্ডনে খেলতে অস্ট্রিয়ান কোচের আপত্তি

অস্ট্রিয়া আগামী শনিবার রাত ৯ টায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালির সাথে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলবে

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রিয়ার জনপ্রিয় দৈনিক পত্রিকা Kronen Zeitung এর সাথে এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের কোচ ফ্রাঙ্কো ফোদা বলেন লন্ডনে বর্তমানে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। তাই তিনি লন্ডনে অস্ট্রিয়া ও ইতালির প্রথম নকআউট খেলাটি স্থগিতের আহবান জানিয়েছেন।

অস্ট্রিয়ার কোচ আরও বলেন,অস্ট্রিয়ার প্রথমবারের মতো ইউরো কাপের নকআউট খেলাটি লন্ডনে হলে সম্ভবত অস্ট্রিয়ার সাপোর্টার ছাড়াই অনুষ্ঠিত হবে।

গ্রেট ব্রিটেনের করোনার ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টটি ব্যাপক হারে ছড়িয়ে পড়ার কারণে ব্রিটিশ ও অস্ট্রিয়ান সরকারের কঠোর বিধিনিষেধের ফলে দর্শকদের লন্ডনে প্রবেশ প্রায় অসম্ভব। তাই তিনি ইউরোপীয় ফুটবল এসোসিয়েশন (UEFA) এর নিকট অস্ট্রিয়া ও ইতালির মধ্যকার প্রি-কোয়ার্টার ফাইনাল খেলাটি অন্যত্র স্থানান্তরের অনুরোধ করেছেন।

পত্রিকাটির সাথে সাক্ষাৎকারে অস্ট্রিয়ার সাফল্য কোচ ফ্রাঙ্কো ফোদা লন্ডনের ডেল্টা ভ্যারিয়েন্টের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গে আরও বলেন,”করোনার বিধিনিষেধের কারণে ইংল্যান্ডে আমাদের দর্শকরা যেতে না পারলে আমাদের খেলোয়াড়ের উৎসাহ যোগানের কেহ থাকবে না। ফোদা উয়েফায় (UEFA) পুনর্বিবেচনার আশা করছে। “উয়েফার সংগঠনটি এখনও অবধি সত্যই নিখুঁতভাবেই সবকিছু সম্পাদন করেছে। তবে এই ক্ষেত্রে ফুটবল খেলার প্রাণ দর্শকদের স্বার্থে, আমি আশা করি যে একটি সমাধান পাওয়া যাবে। তারা ইচ্ছা করলেই খেলাটি অন্যত্র কোথাও স্থানান্তর করতে পারে।

এখানে উল্লেখ্য যে,অস্ট্রিয়া এই প্রথমবারের মতো ইউরো কাপের শ্রেষ্ঠ ১৬ দলে খেলার সুযোগ পেয়েছে। অস্ট্রিয়া “ইউরো ২০২০” এর সি গ্রুপের রানার্সআপ হয়েছে।

ইউরো কাপের পরিকল্পনা অনুযায়ী সি গ্রুপের রানার্সআপ অস্ট্রিয়া প্রথম নকআউট খেলবে এ গ্রুপের চ্যাম্পিয়ন ইতালির বিরুদ্ধে। খেলাটি নির্ধারিত সময়ে অমীমাংসিত অবস্থায় শেষ হলে ৩০ মিনিট সময় আরও বাড়িয়ে দেয়া হবে। যদি তাতেও ফলাফল না আসে,তাহলে সরাসরি পেনাল্টি কিকের মাধ্যমে জয়-পরাজয় নির্ধারণ করা হবে।

কবির আহমেদ/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »