চরফ্যাসন, ভোলাঃ চরফ্যাসনের ৫ টি ইউনিয়নের ভোট গ্রহন চলছে। ৫ টি ইউনিয়নের ৫২ টি কেন্দ্রে ২০৫ জন প্রার্থী ও ৯৮ হাজার ভোটার রয়েছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো রফিকুল ইসলাম জানিয়েছেন।
সোমবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হবে। কেন্দ্রগুলোতে শান্ততিপূর্ন পরিবেশেই চলছে ভোট গ্রহন।
পুলিশ প্রশাসনের নজরধারী রয়েছে চোখে পড়ার মতো। বৃষ্টির মাঝে মহিলা ভোটারদের উপস্থিতি ছিলো নজর কাড়া। চর কলমী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের একটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রভাষক মাহবুব আলম জানান, উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলছে। এই কেন্দ্রের চরকলমী উত্তর মঙ্গল মোশারেফ হোসেন হাওলাদার বাড়ী নুরানী মাদ্রাসার কেন্দ্র ১৭৭৮ জন ভোটারের মধ্যে প্রথম ঘন্টায় ভোট কাস্ট হয়েছে ১৫২ টি।
এদিকে, কেন্দ্রে আসা ভোটাররা বলছেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে । আমরা স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছি।
জামাল মোল্লা/ইবিটাইমস/আরএন