হবিগঞ্জ প্রতিনিধি : আমাদের সমাজ ব্যবস্থায় তারা অনেকটা অবহেলিত, অস্পৃস্য। কখনো কখনো তাদের কারো কারো আচরণও সাধারণের বিরক্তির উদ্রেক করে। কিন্তু, বাস্তব কথা হলো সমাজের কাউকে বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভবপর নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সমাজের অন্য সকল পেশার মানুষের ন্যায় হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে।
শায়েস্তাগঞ্জ খোয়াই নদীর পাদদেশে বসবাসরত হিজড়াদের আবাসস্থল রেলওয়ের জায়গা হওয়ায় বিদ্যুত সংযোগ না পাওয়ায় সভ্যতার এই আধুনিক যুগেও কোপি বাতির আলোতেই চলছিল তাদের সাংসারিক জীবন।
ইউএনও হিসেবে আমার কাছে তাদের দাবী ছিল সৌর বিদ্যুৎ প্রদানের। অবশেষে গতকাল তাদের সে দাবী পূরণ করা হলো। সকলকে নিয়ে, সকলের সমন্বিত জীবনমান উন্নোয়নের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের দূরন্ত গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ।
মোতাব্বির হোসেন কাজল/ইবি টাইমস