পরীমণিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা!

ঢাকা: ধর্ষণ এবং হত্যা চেষ্টার শিকার হয়েছেন দাবি করে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। রবিবার (১৩ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি খোলাচিঠি লিখেছেন তিনি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে তিনি নিজের সঙ্গে ঘটে যাওয়া ধর্ষণ এবং হত্যা চেষ্টার ঘটনার বিচার দাবি করেন। তবে ঘটনার বিস্তারিত কিছুই জানাননি তিনি। কিন্তু গত চারদিন ধরে তিনি বিভিন্ন জায়গায় বিচারের জন্য গিয়েছেন, সে কথা উল্লেখ করেছেন।

পরীমণি ফেসবুক পোস্টটি নিচে দেওয়া হলো

বরাবর,

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।

এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্রবন্ধু বেনজির আহমেদ আইজিপি
স্যার! আমি কাউকে পাই না মা। যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়!

আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারি না। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পড়ে গেলো) আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো। আফসোস ছাড়া কারোর কী করবার থাকবে তখন!

আমি তাদের মতো চুপ করে কি থাকতে পারি মা? আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোনো অন্যায় মেনে নিতে! আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনো আমার এক মুহূর্ত মাকে খুব দরকার- এমনটা মনে হয়নি। আজ মনে হচ্ছে, ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার। আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা।

এদিকে, অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের বিষয়টি তদন্তে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে পুলিশ। তবে পরীমণি পুলিশে এখনও কোনো লিখিত অভিযোগ করেননি। ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করে দেওয়া তার ফেসবুক স্ট্যাটাস নজরে আসার পর পুলিশ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন গুলশান জোনের ডিসি।

ঢাকা/ইবিটাইমস/এমএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »