ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি প্রেসক্লাব সামনের সড়কে কালো দিবস আধ্যা দিয়ে মানবন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ।
বরিবার বিকেল সাড়ে তিনটায় ১৯৭৩ সালে ২৫ জানুয়ারি বাকশাল কায়েমের মাধ্যমে কন্ঠরোধ সহ মুজিববাদের বিবুদ্ধে এই কমসূচি পালন ।
মানববন্ধন চলাকালে খালেদ সাইফুল্লাহ ইয়সিন ফেরদৌস ইফতি , সাকিবুল ইসলাম রায়হান ব্যক্তব্য রাখেন । বক্তারা বলেন ভবিষৎতে আর কেউ যেন এই ধরনের বাকশালের মতো কমসূচি নিয়ে বহুদলীয় গণতন্ত্র ও মানুষের কন্ঠরোধ না করতে পারে।
বাধন রায়/ইবিটাইমস/এম আর




















