ভিয়েনা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট বয়কট

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৯২ সময় দেখুন

“উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত’,বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

ইবিটাইমস ডেস্কঃ বৃহস্পতিবার (২২ জানুয়ারী বিশ্বকাপের স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ভারতকে নিরাপত্তা দিতে ব্যর্থ এবং উগ্রবাদীদের চাপে থাকা অবস্থায় ভারত নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করতে পারেনি। তিনি আইসিসির পক্ষ থেকে সুবিচার না পাওয়া এবং নিরাপত্তা বিষয়ক উদ্বেগ উপেক্ষিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপের আয়োজন ভারত থেকে সরানোর জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কে অনুরোধ করলেও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তাদের খেলোয়াড়দের ভারতেই বিশ্বকাপ খেলতে বাধ্য করেছে। বিসিবি সভাপতিকে আইসিসি ২৪ ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত মেনে নেওয়ার আলটিমেটাম দিয়েছে।

তিনি বলেন, আইসিসির টুর্নামেন্ট হওয়ায় অবশ্যই ভারতেই হবে, কিন্তু আমাদের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানসহ কেউ নিরাপদ নেই, যারা ভারতের উগ্রবাদীদের চাপের মুখে নিরাপত্তা থেকে বঞ্চিত হয়েছে। যেখানে ভারতের ক্রিকেট বোর্ড ও সরকার একসাথে কাজ করেও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সেখানে কিভাবে নিরাপত্তা নিশ্চিত হবে?

আসিফ নজরুল আরও জানান, নিরাপত্তা কোনো কল্পনার বিষয় নয়। নিরাপত্তা নিশ্চিত না করতে পারার কারণে বাংলাদেশ সরকার ও বিসিবি শ্রীলঙ্কায় খেলার আবেদন করেছে, যাতে তাদের উদ্বেগ বিবেচনায় নেয়া হয়।

এই অবস্থায় বাংলাদেশের খেলোয়াড়, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। চলমান পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতেই বিশ্বকাপ খেলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা বজায় রয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট বয়কট

আপডেটের সময় ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

“উগ্রবাদীদের চাপে বাংলাদেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত’,বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

ইবিটাইমস ডেস্কঃ বৃহস্পতিবার (২২ জানুয়ারী বিশ্বকাপের স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ভারতকে নিরাপত্তা দিতে ব্যর্থ এবং উগ্রবাদীদের চাপে থাকা অবস্থায় ভারত নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করতে পারেনি। তিনি আইসিসির পক্ষ থেকে সুবিচার না পাওয়া এবং নিরাপত্তা বিষয়ক উদ্বেগ উপেক্ষিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপের আয়োজন ভারত থেকে সরানোর জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কে অনুরোধ করলেও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তাদের খেলোয়াড়দের ভারতেই বিশ্বকাপ খেলতে বাধ্য করেছে। বিসিবি সভাপতিকে আইসিসি ২৪ ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত মেনে নেওয়ার আলটিমেটাম দিয়েছে।

তিনি বলেন, আইসিসির টুর্নামেন্ট হওয়ায় অবশ্যই ভারতেই হবে, কিন্তু আমাদের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানসহ কেউ নিরাপদ নেই, যারা ভারতের উগ্রবাদীদের চাপের মুখে নিরাপত্তা থেকে বঞ্চিত হয়েছে। যেখানে ভারতের ক্রিকেট বোর্ড ও সরকার একসাথে কাজ করেও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সেখানে কিভাবে নিরাপত্তা নিশ্চিত হবে?

আসিফ নজরুল আরও জানান, নিরাপত্তা কোনো কল্পনার বিষয় নয়। নিরাপত্তা নিশ্চিত না করতে পারার কারণে বাংলাদেশ সরকার ও বিসিবি শ্রীলঙ্কায় খেলার আবেদন করেছে, যাতে তাদের উদ্বেগ বিবেচনায় নেয়া হয়।

এই অবস্থায় বাংলাদেশের খেলোয়াড়, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। চলমান পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতেই বিশ্বকাপ খেলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা বজায় রয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর