শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনি ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে টাঙ্গাইলে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা স্মৃতি সৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক ও পুলিশ সুপার শামসুল আলম সরকার, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, টাঙ্গাইল প্রেসক্লাব, টাঙ্গাইল প্রিন্ট মিডিয়ার এসোসিয়েশন,সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, পেশাজীবীসহ বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনতা শহীদ স্মৃতিস্তবে পুস্পস্তবক অর্পণ করেন। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া করা হয়।
বিজয় দিবস উপলক্ষে পরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিভিন্ন জায়গায়।
ঢাকা/ইবিটাইমস/এসএস





















