ইবিটাইমস ডেস্ক : রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় আজ শনিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনটি থেকে ৪২ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)-এর মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় এবং আট মিনিটের মধ্যে, ভোর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে।
কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট ১৮টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকা/এসএস






















