ভিয়েনা ০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের সমালোচনায় ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ১৫৪ সময় দেখুন

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বললেন, ট্রাম্প জানেন না, কাল তিনি কী করবেন

আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার (১ নভেম্বর) ভারতের মধ্যপ্রদেশের রেওয়ায় টিআরএস কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতায় তিনি ভবিষ্যতের অনিশ্চয়তা ও সেনাবাহিনীর নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে এমন মন্তব্য করেছেন।

আধুনিক সময়ের অনিশ্চয়তা নিয়ে কথা বলতে গিয়ে ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, এখন এমন এক সময় চলছে, যখন নিরাপত্তা থেকে শুরু করে সাইবার যুদ্ধ। এমনকি সব দিক থেকেই চ্যালেঞ্জ দ্রুত বদলে যাচ্ছে।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও উঠে আসে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বক্তব্যে। জেনারেল দ্বিবেদী বলেন, ‌‌‘‘ট্রাম্প আজ কী করছেন? আমার মনে হয়, ট্রাম্প নিজেও জানেন না কাল তিনি কী করবেন। চ্যালেঞ্জগুলো এত দ্রুত আসছে যে পুরোনো সমস্যা বুঝে ওঠার আগেই নতুন একটা এসে হাজির হয়।’’

ভারতীয় সামরিক বাহিনী যে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তার সঙ্গে এমন পরিস্থিতির সাদৃশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির এই সেনাপ্রধান। তিনি বলেন, আমাদের সেনাবাহিনীও একই বাস্তবতার মুখোমুখি হচ্ছে। সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা সাইবার যুদ্ধ; সব দিক থেকেই একের পর এক নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে।

উল্লেখ্য যে,গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেনাবাহিনীর চালানো অপারেশন সিঁদুর নিয়েও কথা বলেছেন দ্বিবেদী। তিনি বলেন, সেই সময় কোনও ধরনের বেসামরিক ক্ষয়ক্ষতি ছাড়াই নিখুঁত অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু তখনও অনেক গুজব ছড়িয়েছে। কেউ বলেছিল, করাচিতে হামলা হয়েছে। এমন খবর আমরাও শুনে অবাক হয়েছি, কোথা থেকে আসে এসব, কে ছড়ায়? এই বাস্তবতার মধ্যেই আমাদের স্থল, আকাশ ও সমুদ্র; সব ক্ষেত্রেই প্রস্তুত থাকতে হয়।

ভারতের ইংরেজী দৈনিক হিন্দুস্তান টাইমস জানায়, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অপারেশন সিঁদুর প্রসঙ্গে বলেন, এই অভিযান সফল হয়েছিল। কারণ আমরা নীতি ও প্রযুক্তির সমন্বয়ে কাজ করেছি। আমরা নিশ্চিত করেছি, পাকিস্তানে কোনও সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন। আমাদের লক্ষ্য ছিল কেবল সন্ত্রাসী ও তাদের নেতারা।

প্রসঙ্গত,গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ বেসামরিক নাগরিকের প্রাণহানির পর ৭ মে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে ভারতীয় সামরিক বাহিনী। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসী ঘাঁটিতে ভারতের এই হামলায় শতাধিক জঙ্গি নিহত হয় বলে দাবি করে নয়াদিল্লি।

এরপর ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের সূচনা হয়। হামলার জবাবে ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইসলামাবাদ। তিন দিনের সংঘর্ষের পর গত ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়; যার কৃতিত্ব একাধিকবার নিজের বলে দাবি করেছেন ট্রাম্প। তবে নয়াদিল্লি বারবার সেই দাবি নাকচ করে দিয়ে বলেছে, দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনার ফলেই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে।

সম্প্রতি ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যদিও ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে। এমন প্রেক্ষাপটে জেনারেল দ্বিবেদীর মন্তব্যে ট্রাম্পের নাম উঠে এলো।

কবির আহমেদ/ইবিটাইমস 

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ট্রাম্পের সমালোচনায় ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

আপডেটের সময় ০৮:২৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বললেন, ট্রাম্প জানেন না, কাল তিনি কী করবেন

আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার (১ নভেম্বর) ভারতের মধ্যপ্রদেশের রেওয়ায় টিআরএস কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতায় তিনি ভবিষ্যতের অনিশ্চয়তা ও সেনাবাহিনীর নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে এমন মন্তব্য করেছেন।

আধুনিক সময়ের অনিশ্চয়তা নিয়ে কথা বলতে গিয়ে ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, এখন এমন এক সময় চলছে, যখন নিরাপত্তা থেকে শুরু করে সাইবার যুদ্ধ। এমনকি সব দিক থেকেই চ্যালেঞ্জ দ্রুত বদলে যাচ্ছে।

এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও উঠে আসে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বক্তব্যে। জেনারেল দ্বিবেদী বলেন, ‌‌‘‘ট্রাম্প আজ কী করছেন? আমার মনে হয়, ট্রাম্প নিজেও জানেন না কাল তিনি কী করবেন। চ্যালেঞ্জগুলো এত দ্রুত আসছে যে পুরোনো সমস্যা বুঝে ওঠার আগেই নতুন একটা এসে হাজির হয়।’’

ভারতীয় সামরিক বাহিনী যে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তার সঙ্গে এমন পরিস্থিতির সাদৃশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির এই সেনাপ্রধান। তিনি বলেন, আমাদের সেনাবাহিনীও একই বাস্তবতার মুখোমুখি হচ্ছে। সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা সাইবার যুদ্ধ; সব দিক থেকেই একের পর এক নতুন চ্যালেঞ্জ দেখা দিচ্ছে।

উল্লেখ্য যে,গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেনাবাহিনীর চালানো অপারেশন সিঁদুর নিয়েও কথা বলেছেন দ্বিবেদী। তিনি বলেন, সেই সময় কোনও ধরনের বেসামরিক ক্ষয়ক্ষতি ছাড়াই নিখুঁত অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু তখনও অনেক গুজব ছড়িয়েছে। কেউ বলেছিল, করাচিতে হামলা হয়েছে। এমন খবর আমরাও শুনে অবাক হয়েছি, কোথা থেকে আসে এসব, কে ছড়ায়? এই বাস্তবতার মধ্যেই আমাদের স্থল, আকাশ ও সমুদ্র; সব ক্ষেত্রেই প্রস্তুত থাকতে হয়।

ভারতের ইংরেজী দৈনিক হিন্দুস্তান টাইমস জানায়, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অপারেশন সিঁদুর প্রসঙ্গে বলেন, এই অভিযান সফল হয়েছিল। কারণ আমরা নীতি ও প্রযুক্তির সমন্বয়ে কাজ করেছি। আমরা নিশ্চিত করেছি, পাকিস্তানে কোনও সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন। আমাদের লক্ষ্য ছিল কেবল সন্ত্রাসী ও তাদের নেতারা।

প্রসঙ্গত,গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ বেসামরিক নাগরিকের প্রাণহানির পর ৭ মে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে ভারতীয় সামরিক বাহিনী। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসী ঘাঁটিতে ভারতের এই হামলায় শতাধিক জঙ্গি নিহত হয় বলে দাবি করে নয়াদিল্লি।

এরপর ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের সূচনা হয়। হামলার জবাবে ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইসলামাবাদ। তিন দিনের সংঘর্ষের পর গত ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়; যার কৃতিত্ব একাধিকবার নিজের বলে দাবি করেছেন ট্রাম্প। তবে নয়াদিল্লি বারবার সেই দাবি নাকচ করে দিয়ে বলেছে, দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনার ফলেই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে।

সম্প্রতি ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। যদিও ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে। এমন প্রেক্ষাপটে জেনারেল দ্বিবেদীর মন্তব্যে ট্রাম্পের নাম উঠে এলো।

কবির আহমেদ/ইবিটাইমস