ভিয়েনা ১১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লন্ডনে অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে বিশাল অঙ্কের জরিমানা তুরস্ক সফরে আসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অস্ট্রিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় দিবস উদযাপিত লালমোহনে ইলিশ সংরক্ষণ অভিযানে যত অর্জন লালমোহনে বিদ্যুতের ট্রান্সফর্মার বিক্রি কাণ্ডের মূলহোতা ধরা ছোঁয়ার বাইরে মাভাবিপ্রবির বিজিই বিভাগে সেমিনার অনুষ্ঠিত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলিদের আক্রমণের শিকার ফিলিস্তিনের স্থায়ী বাসিন্দা সুইজারল্যান্ডে আশ্রয়প্রার্থীদের বিদেশ ভ্রমণে নতুন আইন হবিগঞ্জে রেলের টিকিট কালোবাজারি রোধে র্য্যাবের অভিযান, ৪ যাত্রীকে জরিমানা লালমোহনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

লন্ডনে অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে বিশাল অঙ্কের জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১১৯ সময় দেখুন

পূর্ব লন্ডনের জনপ্রিয় রেস্টুরেন্ট উড ওভেন বিবিকিউ অ্যান্ড পিজ্জারিয়া–কে অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে ১২০,০০০ পাউন্ড জরিমানা করা হয়েছে

ইউরোপ ডেস্কঃ রোববার (২৬ অক্টোবর) যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যম থেকে এতথ্য জানা গেছে। বৃটিশ রয়্যাল সোসাইটির রিপোর্ট অনুযায়ী, এই জরিমানা করেছে যুক্তরাজ্যের হোম অফিস।

বর্তমানে উক্ত প্রতিষ্ঠানটির আবেদনের প্রেক্ষিতে হোম অফিস এই জরিমানা প্রতি মাসে ৩,৩৩৩ পাউন্ড করে কিস্তিতে পরিশোধ করার সুযোগ দেওয়া হয়েছে। তবে গণমাধ্যমের তথ্য অনুযায়ী এখনও রেস্টুরেন্টটির লাইসেন্স বাতিলের ঝুঁকি রয়ে গেছে।

রয়্যাল সোসাইটির রিপোর্ট অনুযায়ী, এই রেস্টুরেন্টে তিনজন বুলগেরিয়ান নারী কর্মী কাজ করছিলেন যাদের যুক্তরাজ্যে কাজ করার বৈধ অনুমতি ছিল না। তদন্তে জানা যায়, তাদের প্রতি সপ্তাহে কয়েক ঘণ্টা করে নগদ অর্থে পারিশ্রমিক (ক্যাশ-ইন-হ্যান্ড) দেওয়া হতো। হোম অফিস জানিয়েছে, এই তিনজনের মধ্যে দুজনকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে, আর তৃতীয়জন এখনও পলাতক।

রেস্টুরেন্টটির মালিক আহমেদ নাম স্বীকার করেছেন যে এটি ছিল তার “প্রথম ও একমাত্র ভুল”। তিনি বলেন, “গত ২০ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতায় আমি কখনও এমন ভুল করিনি। আমরা এখন আইন মেনে কাজ করছি, সব কর্মীর বৈধ ওয়ার্ক পারমিট রয়েছে এবং প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড চেক সম্পন্ন হচ্ছে।”

শুনানিতে কাউন্সিল সদস্যরা প্রশ্ন তোলেন, ব্রেক্সিট–পরবর্তী সময়ে ইইউ নাগরিকদের জন্য যুক্তরাজ্যে কাজের ভিসা আবশ্যক তা মালিক জানতেন কি না। উত্তরে আহমেদ নাম বলেন, “আমি জানতাম না যে বুলগেরিয়ান নাগরিকদের জন্য কাজের অনুমতির প্রয়োজন।”

রেস্টুরেন্টের পক্ষে যুক্তি দেওয়া হয় যে, ঘটনাটি ছিল “ভুলবশত সংঘটিত” এবং ইচ্ছাকৃতভাবে আইন ভাঙার উদ্দেশ্যে নয়। তারা দাবি করেন, ব্রেক্সিট–এর পর ইইউ নাগরিকদের কর্মসংস্থান নিয়ে প্রচুর বিভ্রান্তি ছিল এবং সরকার থেকে যথাযথ নির্দেশনা দেওয়া হয়নি।

রেস্টুরেন্টের পক্ষে সমর্থনে ৪০০টিরও বেশি চিঠি জমা পড়ে রেডব্রিজ কাউন্সিলে। এসব চিঠিতে রেস্টুরেন্টটির সামাজিক ভূমিকা, জনপ্রিয়তা ও মালিকের “সততা ও দায়িত্ববোধ” তুলে ধরা হয়েছে। তবে কাউন্সিলর সাইরা জামিল এই সমর্থনপত্রগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।

হোম অফিসের প্রতিনিধি বলেন, তারা “সত্যিকারের কমিউনিটি ব্যবসা যেমন সফল রেস্টুরেন্টের কার্যক্রম অপ্রয়োজনে সীমাবদ্ধ করতে চায় না,” তবে এই ঘটনার মাধ্যমে পরিচালনার পদ্ধতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। উল্লেখযোগ্যভাবে, রেস্টুরেন্টটির বিরুদ্ধে এর আগে কোনো লাইসেন্স লঙ্ঘনের রেকর্ড নেই।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

লন্ডনে অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে বিশাল অঙ্কের জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লন্ডনে অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে বিশাল অঙ্কের জরিমানা

আপডেটের সময় ০৮:১৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

পূর্ব লন্ডনের জনপ্রিয় রেস্টুরেন্ট উড ওভেন বিবিকিউ অ্যান্ড পিজ্জারিয়া–কে অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে ১২০,০০০ পাউন্ড জরিমানা করা হয়েছে

ইউরোপ ডেস্কঃ রোববার (২৬ অক্টোবর) যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যম থেকে এতথ্য জানা গেছে। বৃটিশ রয়্যাল সোসাইটির রিপোর্ট অনুযায়ী, এই জরিমানা করেছে যুক্তরাজ্যের হোম অফিস।

বর্তমানে উক্ত প্রতিষ্ঠানটির আবেদনের প্রেক্ষিতে হোম অফিস এই জরিমানা প্রতি মাসে ৩,৩৩৩ পাউন্ড করে কিস্তিতে পরিশোধ করার সুযোগ দেওয়া হয়েছে। তবে গণমাধ্যমের তথ্য অনুযায়ী এখনও রেস্টুরেন্টটির লাইসেন্স বাতিলের ঝুঁকি রয়ে গেছে।

রয়্যাল সোসাইটির রিপোর্ট অনুযায়ী, এই রেস্টুরেন্টে তিনজন বুলগেরিয়ান নারী কর্মী কাজ করছিলেন যাদের যুক্তরাজ্যে কাজ করার বৈধ অনুমতি ছিল না। তদন্তে জানা যায়, তাদের প্রতি সপ্তাহে কয়েক ঘণ্টা করে নগদ অর্থে পারিশ্রমিক (ক্যাশ-ইন-হ্যান্ড) দেওয়া হতো। হোম অফিস জানিয়েছে, এই তিনজনের মধ্যে দুজনকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে, আর তৃতীয়জন এখনও পলাতক।

রেস্টুরেন্টটির মালিক আহমেদ নাম স্বীকার করেছেন যে এটি ছিল তার “প্রথম ও একমাত্র ভুল”। তিনি বলেন, “গত ২০ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতায় আমি কখনও এমন ভুল করিনি। আমরা এখন আইন মেনে কাজ করছি, সব কর্মীর বৈধ ওয়ার্ক পারমিট রয়েছে এবং প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড চেক সম্পন্ন হচ্ছে।”

শুনানিতে কাউন্সিল সদস্যরা প্রশ্ন তোলেন, ব্রেক্সিট–পরবর্তী সময়ে ইইউ নাগরিকদের জন্য যুক্তরাজ্যে কাজের ভিসা আবশ্যক তা মালিক জানতেন কি না। উত্তরে আহমেদ নাম বলেন, “আমি জানতাম না যে বুলগেরিয়ান নাগরিকদের জন্য কাজের অনুমতির প্রয়োজন।”

রেস্টুরেন্টের পক্ষে যুক্তি দেওয়া হয় যে, ঘটনাটি ছিল “ভুলবশত সংঘটিত” এবং ইচ্ছাকৃতভাবে আইন ভাঙার উদ্দেশ্যে নয়। তারা দাবি করেন, ব্রেক্সিট–এর পর ইইউ নাগরিকদের কর্মসংস্থান নিয়ে প্রচুর বিভ্রান্তি ছিল এবং সরকার থেকে যথাযথ নির্দেশনা দেওয়া হয়নি।

রেস্টুরেন্টের পক্ষে সমর্থনে ৪০০টিরও বেশি চিঠি জমা পড়ে রেডব্রিজ কাউন্সিলে। এসব চিঠিতে রেস্টুরেন্টটির সামাজিক ভূমিকা, জনপ্রিয়তা ও মালিকের “সততা ও দায়িত্ববোধ” তুলে ধরা হয়েছে। তবে কাউন্সিলর সাইরা জামিল এই সমর্থনপত্রগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।

হোম অফিসের প্রতিনিধি বলেন, তারা “সত্যিকারের কমিউনিটি ব্যবসা যেমন সফল রেস্টুরেন্টের কার্যক্রম অপ্রয়োজনে সীমাবদ্ধ করতে চায় না,” তবে এই ঘটনার মাধ্যমে পরিচালনার পদ্ধতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। উল্লেখযোগ্যভাবে, রেস্টুরেন্টটির বিরুদ্ধে এর আগে কোনো লাইসেন্স লঙ্ঘনের রেকর্ড নেই।

কবির আহমেদ/ইবিটাইমস