তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন ডুরান সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এতথ্য নিশ্চিত করেছেন
ইউরোপ ডেস্কঃ রোববার (২৬ অক্টোবর) তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন ডুরান তুরস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এনসোসিয়ালে ঘোষণা করেছেন যে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার (২৭ অক্টোবর) এক সরকারি সফরে আঙ্কারায় আসছেন।
বুরহানেত্তিন ডুরান তার পোস্টে আরও লিখেছেন, উভয় নেতা পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন, যার একটি কৌশলগত স্তর রয়েছে এবং একটি ঘনিষ্ঠ ন্যাটো জোটের উপর ভিত্তি করে তৈরি। উল্লেখ্য যে,তুরস্ক ও যুক্তরাজ্য উভয়ই ন্যাটো সামরিক জোটের সদস্য।
রাষ্ট্রপতি এরদোগান এবং প্রধানমন্ত্রী স্টারমার বর্তমান আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যা নিয়েও আলোচনা করবেন। রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন
উভয় সরকার প্রধান গাজা ও ইউক্রেন বিষয়ে আলোচনা করবেন।
কবির আহমেদ/ইবিটাইমস




















