হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে রেলের টিকিট কালোবাজারি রোধে অভিযান চালিয়েছে র্যার। অবৈধভাবে টিকিট কেনায় ৪ যাত্রীকে জরিমানা করা হয়েছে।
র্যাব জানায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে দীর্ঘদিন ধরে কালোবাজারি চক্র টিকেট সংগ্রহ করে অতিরিক্ত মুল্যে যাত্রীদের কাছে বিক্রি করে আসছে। এতে সাধারণ যাত্রীদের টিকেট না পেয়ে ভোগান্তিতে পড়তে হয় ।
আজ বিকেলে শায়েস্তাগঞ্জ জংসনে ্র্যাব সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার শাহ আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ ভাবে টিকেট কেনায় ৪ যাত্রীকে আটক করা হয়।
পরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পলব হোম দাস ভ্রাম্যমান আদালত বসিয়ে যাত্রী রাহুল রায়, নাজমুল হোসেন, জুয়েল মিয়া ও সেন্টু মিয়াকে ১৭শ ৫০ টাকা করেন।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস




















