ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপরোক্ত মন্তব্য করেন
আন্তর্জাতিক ডেস্কঃ রোববার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সম্প্রচার কেন্দ্র ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, হামাসকে নিরস্ত্রীকরণের জন্য তার কাছে কোনও সময়সীমা আছে কিনা, তখন ট্রাম্প উত্তরে বলেছিলেন যে, তার কোন “কঠিন” লাইন নেই, তবে আমেরিকা “দেখবে কীভাবে এটি কার্যকর হয়।”
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, গাজা যুদ্ধবিরতি চুক্তির অধীনে হামাসকে নিরস্ত্রীকরণের জন্য তার কাছে কোন “কঠিন” সময়সীমা নেই তবে সতর্ক করে দিয়েছেন যে যদি এই গোষ্ঠীটি তাদের অস্ত্র ত্যাগ করতে ব্যর্থ হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বা তার “প্রক্সি”, অথবা ইসরায়েল হস্তক্ষেপ করতে পারে।
হামাস আসলেই অস্ত্র ত্যাগ করবে কিনা তা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন যে, দলটি তা করতে রাজি হয়েছে এবং সতর্ক করে দিয়ে বলা হয়েছে যে, যদি তারা তা পালন করতে ব্যর্থ হয়, তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্রাম্প আরও বলেন, “তারা যদি অস্ত্র ত্যাগ করতে ব্যর্থ হয়,তাহলে আমরা তাদের নিরস্ত্র করব”। “আমি, মার্কিন যুক্তরাষ্ট্র, অথবা তাদের প্রক্সি, আমাদের সমর্থনে ইসরায়েল হতে পারে। তবে গাজার মাটিতে আমাদের কোনও সেনা থাকবে না।”
ট্রাম্পের উপস্থাপিত পরিকল্পনার ভিত্তিতে এই মাসের শুরুতে ইসরায়েল এবং হামাসের মধ্যে ২০-দফা গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে পৌঁছানো হয়েছিল। প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত। পরিকল্পনায় গাজার পুনর্নির্মাণ এবং হামাস ছাড়াই একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে।
উল্লেখ্য যে,২০২৩ সালের অক্টোবর থেকে, ইসরায়েলি হামলায় গাজা ছিটমহলে প্রায় ৬৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু, এবং এর ফলে এটিকে মূলত বসবাসের অযোগ্য করে তুলেছে।
কবির আহমেদ/ইবিটাইমস