ভিয়েনা ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় তিনলক্ষ দক্ষিণ সুদানী : জাতিসংঘ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২২:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ১৪৬ সময় দেখুন

জাতিসংঘের মানবাধিকার কমিশন সোমবার জানিয়েছে, মূলত সংঘাত বৃদ্ধির কারণে শুধুমাত্র ২০২৫ সালেই প্রায় ৩ লক্ষ দক্ষিণ সুদানী দেশ ছেড়ে পালিয়েছে। ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা লাভের পর থেকে দক্ষিণ সুদান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং জাতিগত সহিংসতায় জর্জরিত।

নাইরোবি থেকে এএফপি এ খবর জানিয়েছে।

গত মাসে স্থগিত হয়ে যাওয়া প্রেসিডেন্ট সালভা কির এবং তার প্রথম ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের মধ্যে ক্ষমতা ভাগাভাগির একটি ভঙ্গুর চুক্তি বিশ্বের সবচেয়ে তরুণ দেশটিতে কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়েছে।

জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, ‘২০১৭ সালে যুদ্ধবিরতি সইয়ের পর থেকে এমন মাত্রায় সশস্ত্র সংঘর্ষ ঘটছে দেখা যায়নি। সেখানে বেসামরিক নাগরিকরা মানবাধিকার লঙ্ঘন এবং বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘মহিলারা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জোরপূর্বক বাস্তুচ্যুতির সবচেয়ে বেশি বোঝা এবং ঝুঁকি বহন করছেন’।

কমিশনের চেয়ারম্যান ইয়াসমিন সুকা দক্ষিণ সুদানের নেতাদের ‘ইচ্ছাকৃত কর্মকাণ্ডকে’-কে এই সংকটের জন্য দায়ী করে বলেছেন, তারা ‘তাদের জনগণের স্বার্থের চেয়ে তাদের স্বার্থকে বেশি প্রাধান্য দিয়েছেন’।
ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় তিনলক্ষ দক্ষিণ সুদানী : জাতিসংঘ

আপডেটের সময় ০২:২২:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

জাতিসংঘের মানবাধিকার কমিশন সোমবার জানিয়েছে, মূলত সংঘাত বৃদ্ধির কারণে শুধুমাত্র ২০২৫ সালেই প্রায় ৩ লক্ষ দক্ষিণ সুদানী দেশ ছেড়ে পালিয়েছে। ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা লাভের পর থেকে দক্ষিণ সুদান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং জাতিগত সহিংসতায় জর্জরিত।

নাইরোবি থেকে এএফপি এ খবর জানিয়েছে।

গত মাসে স্থগিত হয়ে যাওয়া প্রেসিডেন্ট সালভা কির এবং তার প্রথম ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের মধ্যে ক্ষমতা ভাগাভাগির একটি ভঙ্গুর চুক্তি বিশ্বের সবচেয়ে তরুণ দেশটিতে কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়েছে।

জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, ‘২০১৭ সালে যুদ্ধবিরতি সইয়ের পর থেকে এমন মাত্রায় সশস্ত্র সংঘর্ষ ঘটছে দেখা যায়নি। সেখানে বেসামরিক নাগরিকরা মানবাধিকার লঙ্ঘন এবং বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘মহিলারা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জোরপূর্বক বাস্তুচ্যুতির সবচেয়ে বেশি বোঝা এবং ঝুঁকি বহন করছেন’।

কমিশনের চেয়ারম্যান ইয়াসমিন সুকা দক্ষিণ সুদানের নেতাদের ‘ইচ্ছাকৃত কর্মকাণ্ডকে’-কে এই সংকটের জন্য দায়ী করে বলেছেন, তারা ‘তাদের জনগণের স্বার্থের চেয়ে তাদের স্বার্থকে বেশি প্রাধান্য দিয়েছেন’।
ঢাকা/এসএস