জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : মা ইলিশ সংরক্ষণ অভিযানে কর্মহীন হয়ে পড়া ভোলার লালমোহনের জেলেদের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের ৭১৬ জন জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
এদিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। এবার যথা সময়ে সঠিক পরিমাণের চাল পেয়ে খুশি উপকারভোগী জেলেরা।
এ সময় লালমোহন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল-মামুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মেহেদি হাসান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোতালেব খান, সিনিয়র সহ-সভাপতি মো. নাসিম মাতাব্বরসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস