ভিয়েনা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ ‘তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি নেই, এটা খুবই খারাপ’: ট্রাম্প তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চলছে পঞ্চম দিনে আপিল শুনানি বাংলাদেশে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ : মিলার ওয়ার্ল্ড জার্নালিস্ট ক্লাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের পতন অব্যাহত জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে জেনারেল সাহির শামশাদ মির্জার সাক্ষাৎ শহীদদের স্মরণে লালমোহনে জামায়াতে দোয়া মোনাজাত গণভোট আয়োজনে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে : আলী রীয়াজ

ইসরাইলের হাতে আটক সুমুদ ফ্লোটিলার বন্দীরা অনির্দিষ্টকালের জন্য অনশনের ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ২৪১ সময় দেখুন

আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনীর অবৈধ হামলার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বন্দীরা অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘট শুরু করেছেন

আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার (৩ অক্টোবর) তুরস্ক ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়,ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অফ গাজা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে কমিটি জানায়, মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলার যাত্রীদের মধ্যে কয়েকজন বন্দী তাদের আটকের মুহূর্ত থেকেই উন্মুক্ত অনশন ধর্মঘটে অংশ নিচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার ইসরাইলি নৌবাহিনী গাজার উদ্দেশ্যে রওনা দেওয়া ফ্লোটিলার ৪৪টি জাহাজের প্রায় সবকটি জব্দ করে এবং ৫০টিরও বেশি দেশের ৪৫০ জনেরও বেশি মানবিক কর্মীকে আটক করে। এই ফ্লোটিলা ইসরাইলের দীর্ঘমেয়াদি অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে চেয়েছিল।

জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা বারবার সতর্ক করেছে, গাজা এখন বসবাসের অযোগ্য হয়ে উঠছে; সেখানে দুর্ভিক্ষ ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে ফ্লোটিলার মানবিক প্রচেষ্টা ও বন্দীদের প্রতিবাদ আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

উল্লেখ্য, প্রায় ১৮ বছর ধরে ইসরায়েল প্রায় ২৪ লক্ষ মানুষের বাসস্থান গাজায় কঠোর অবরোধ বজায় রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় ৬৬,২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

লালমোহনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরাইলের হাতে আটক সুমুদ ফ্লোটিলার বন্দীরা অনির্দিষ্টকালের জন্য অনশনের ঘোষণা

আপডেটের সময় ০৫:৫৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনীর অবৈধ হামলার পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বন্দীরা অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘট শুরু করেছেন

আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার (৩ অক্টোবর) তুরস্ক ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়,ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অফ গাজা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে কমিটি জানায়, মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলার যাত্রীদের মধ্যে কয়েকজন বন্দী তাদের আটকের মুহূর্ত থেকেই উন্মুক্ত অনশন ধর্মঘটে অংশ নিচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার ইসরাইলি নৌবাহিনী গাজার উদ্দেশ্যে রওনা দেওয়া ফ্লোটিলার ৪৪টি জাহাজের প্রায় সবকটি জব্দ করে এবং ৫০টিরও বেশি দেশের ৪৫০ জনেরও বেশি মানবিক কর্মীকে আটক করে। এই ফ্লোটিলা ইসরাইলের দীর্ঘমেয়াদি অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে চেয়েছিল।

জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা বারবার সতর্ক করেছে, গাজা এখন বসবাসের অযোগ্য হয়ে উঠছে; সেখানে দুর্ভিক্ষ ও রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে ফ্লোটিলার মানবিক প্রচেষ্টা ও বন্দীদের প্রতিবাদ আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

উল্লেখ্য, প্রায় ১৮ বছর ধরে ইসরায়েল প্রায় ২৪ লক্ষ মানুষের বাসস্থান গাজায় কঠোর অবরোধ বজায় রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় ৬৬,২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর