ভূমিকম্পের কারণে বিভিন্ন সড়ক ও সেতুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পর উদ্ধার কাজ শুরু হয়। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, থেমে থেমে বৃষ্টি এবং সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে
আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার (১ অক্টোবর) যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি জানায়,মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ফিলিপাইনের মধ্যাঞ্চলের স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ তথ্য অনুযায়ী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে।
ভূমিকম্পটি সেবু প্রদেশের উত্তরে বোগো শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এই শহরে প্রায় ৯০ হাজার মানুষের বসবাস। এই ভয়াবহ ভূমিকম্পে আহত হয়েছে ২০০ জনেরও বেশি মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভূমিকম্পের কারণে বিভিন্ন সড়ক ও সেতুর ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পর উদ্ধার কাজ শুরু হয়। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বৃষ্টি এবং ভূমিকম্পে বিভিন্ন সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।
ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিসের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর বার্নার্ডো রাফায়েলিতো আলেজান্দ্রো স্থানীয় সময় সকালে সাংবাদিকদের বলেন, আমরা এখনো আমাদের অনুসন্ধান ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছি। এখনো অনেক মানুষের ধ্বংসাবশেষে চাপা পড়ার খবর পাওয়া যাচ্ছে।
আলেজান্দ্রো আরও বলেন, ভূমিকম্পে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি মূল্যায়নের পর সরকার বিদেশি সহায়তা চাইবে কি না, সেটি বিবেচনা করছে। ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয় ও ইউরোপীয় ইউনিয়ন শোক প্রকাশ করেছে।
এ অবস্থায় সেবু প্রদেশের সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ চলছে। সেনাবাহিনী স্থল ও বিমান বাহিনীর সদস্যদের ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য মোতায়েন করেছে।
কবির আহমেদ/ইবিটাইমস