ভিয়েনা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে ৩ জন শিক্ষার্থী নিহত, আরও অসংখ্য চাপা পড়ার আশঙ্কা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২০৩ সময় দেখুন

মৃতের সংখ্যা বাড়তে পারে, প্রায় ৩৮ জন শিক্ষার্থী এখনও নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে তারা ধ্বংসাবশেষের নীচে চাপা পড়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানী জাকার্তার প্রায় ৭৮০ কিলোমিটার পূর্বে সিদোয়ারজো শহরে আল খোজিনি বোর্ডিং স্কুলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। আহত ৮০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,আজও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাফি জানান, সোমবার রাজধানী জাকার্তার প্রায় ৭৮০ কিলোমিটার পূর্বে সিদোয়ারজো শহরে আল খোজিনি বোর্ডিং স্কুল ধসে পড়ে।

এতে তিনজন নিহত হন। আর ৯৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, ভবনটি নির্মাণকাজ চলাকালে ধসে পড়ে। তিনি বলেন, হঠাৎ করেই ভবনের নির্মাণ সামগ্রী কয়েক ডজন ছাত্র ও শ্রমিকের ওপর পড়ে।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, ভবনটির ভিত্তি ছিল দুর্বল এবং এর ওপর আরও একটি তলা নির্মাণের অতিরিক্ত ভার ভবনটি বহন করতে পারেনি।

স্থানীয় একজন অনুসন্ধান ও উদ্ধার কর্মকর্তা নানাং সিজিত রয়টার্সকে বলেছেন, ৩৮ জন নিখোঁজ রয়েছেন। তাদেরকে উদ্ধারে কর্তৃপক্ষ ভারি যন্ত্রপাতিও ব্যবহার করতে পারছে না। কারণ, এতে নির্মানাধীণ ভবনটির বাকি অংশও ধসে পড়ার ঝুঁকি আছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, প্রায় ৮০ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যম কোমপাস টিভির ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা একটি হোয়াইটবোর্ডের চারপাশে জড়ো হয়ে জীবিতদের তালিকা দেখছেন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে ৩ জন শিক্ষার্থী নিহত, আরও অসংখ্য চাপা পড়ার আশঙ্কা

আপডেটের সময় ০৭:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

মৃতের সংখ্যা বাড়তে পারে, প্রায় ৩৮ জন শিক্ষার্থী এখনও নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে তারা ধ্বংসাবশেষের নীচে চাপা পড়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানী জাকার্তার প্রায় ৭৮০ কিলোমিটার পূর্বে সিদোয়ারজো শহরে আল খোজিনি বোর্ডিং স্কুলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। আহত ৮০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,আজও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাফি জানান, সোমবার রাজধানী জাকার্তার প্রায় ৭৮০ কিলোমিটার পূর্বে সিদোয়ারজো শহরে আল খোজিনি বোর্ডিং স্কুল ধসে পড়ে।

এতে তিনজন নিহত হন। আর ৯৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, ভবনটি নির্মাণকাজ চলাকালে ধসে পড়ে। তিনি বলেন, হঠাৎ করেই ভবনের নির্মাণ সামগ্রী কয়েক ডজন ছাত্র ও শ্রমিকের ওপর পড়ে।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, ভবনটির ভিত্তি ছিল দুর্বল এবং এর ওপর আরও একটি তলা নির্মাণের অতিরিক্ত ভার ভবনটি বহন করতে পারেনি।

স্থানীয় একজন অনুসন্ধান ও উদ্ধার কর্মকর্তা নানাং সিজিত রয়টার্সকে বলেছেন, ৩৮ জন নিখোঁজ রয়েছেন। তাদেরকে উদ্ধারে কর্তৃপক্ষ ভারি যন্ত্রপাতিও ব্যবহার করতে পারছে না। কারণ, এতে নির্মানাধীণ ভবনটির বাকি অংশও ধসে পড়ার ঝুঁকি আছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, প্রায় ৮০ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যম কোমপাস টিভির ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা একটি হোয়াইটবোর্ডের চারপাশে জড়ো হয়ে জীবিতদের তালিকা দেখছেন।

কবির আহমেদ/ইবিটাইমস