তিনজনের সাথে তিন সাংবাদিক থাকায় প্রচণ্ড সমালোচনা চলছে। বলা হচ্ছে তিনজন রাজনীতিবিদের কতজন আলোকচিত্রীর প্রয়োজন ?
আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার (২৭ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার জনপ্রিয় গণমাধ্যম ক্রোনেন ছাইতুং (Kronen Zeitung) তাদের এক প্রতিবেদনে এতথ্য জানায়।
এবছর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে অস্ট্রিয়ার তিন প্রতিনিধি ছিলেন যথাক্রমে ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেন,সরকার প্রধান চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার ও পররাষ্ট্রমন্ত্রী বিট মেইনল-রাইঞ্জার।
গণমাধ্যমটি জানায়,তাদের প্রত্যেকের জন্য একজন করে সাংবাদিক ছিলেন। বলা হচ্ছে,জনপ্রতি একজন করে না দিয়ে,একজন সাংবাদিকই যথেষ্ট ছিল না।
ফটো সেশন মঞ্চস্থ করার জন্য কোনও খরচ ছাড়েননি। তারা তিনজন জনসংযোগ আলোকচিত্রীর সাথে ভ্রমণ করেছিলেন।
সমালোচনার মুখে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনজন আলোকচিত্র সাংবাদিক ও অতিরিক্ত খরচের কারণ ছিল এই তিন রাজনীতিবিদের আলাদা আলাদা অ্যাপয়েন্টমেন্ট ছিল।
তবে গণমাধ্যমটি বলছে ভিয়েনায় অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন পররাষ্ট্রমন্ত্রী বিট মেইনল-রাইঞ্জার এর বক্তব্য এবং তিনজনের একসাথে বসা ছাড়া আর তেমন কোনও উল্লেখযোগ্য ছবি বা ভিডিও ফুটেজ আসেনি।
ক্রোনেন ছাইতুং আরও জানায়, এই বছর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে অস্ট্রিয়ার প্রতিনিধিত্ব করছেন ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেন, ফেডারেল চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার এবং পররাষ্ট্রমন্ত্রী বিট মেইনল-রাইজিঙ্গার।
এই প্রতিনিধিদলের এবছর সফরের একটি বড় উদ্দেশ্য ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২০২৭/২৮ মেয়াদের জন্য অস্ট্রিয়ার অস্থায়ী পদের জন্য
আনুষ্ঠানিক আবেদন করা।
এদিকে সমালোচনার মুখে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিনিধিদলের প্রত্যেকের নিজস্ব কর্মসূচি ছিল।
এছাড়াও অস্ট্রিয়ার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদের জন্য “প্রতিটি অ্যাপয়েন্টমেন্ট যাতে নথিভুক্ত করা হয়” তা নিশ্চিত করে ছিলেন।
কবির আহমেদ/ইবিটাইমস















