ভিয়েনা ০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লন্ডনে অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে বিশাল অঙ্কের জরিমানা তুরস্ক সফরে আসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অস্ট্রিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় দিবস উদযাপিত লালমোহনে ইলিশ সংরক্ষণ অভিযানে যত অর্জন লালমোহনে বিদ্যুতের ট্রান্সফর্মার বিক্রি কাণ্ডের মূলহোতা ধরা ছোঁয়ার বাইরে মাভাবিপ্রবির বিজিই বিভাগে সেমিনার অনুষ্ঠিত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলিদের আক্রমণের শিকার ফিলিস্তিনের স্থায়ী বাসিন্দা সুইজারল্যান্ডে আশ্রয়প্রার্থীদের বিদেশ ভ্রমণে নতুন আইন হবিগঞ্জে রেলের টিকিট কালোবাজারি রোধে র্য্যাবের অভিযান, ৪ যাত্রীকে জরিমানা লালমোহনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

মননশীলতা চর্চার অভাবে আমেরিকায় ব্যাপক খুনাখুনির ঘটনা ঘটছে – ড.ভিক্ষু বোধি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৯ সময় দেখুন

হাকিকুল ইসলাম খোকন, বিশেষ প্রতিনিধিঃ ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশী বুড্ডিস্টস এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত রবিবার,৩১শে আগস্ট ২০২৫, যুক্তরাষ্ট্রের বোস্টনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্যামব্রিজ  শহরের “দি ফাউন্ডরী মিলনাতয়নে” অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল, আন্তর্জাতিক খ্যাতিমান বৌদ্ধ ধর্মগুরু, লেখক, সুবক্তা, যুক্তরাষ্ট্র বুড্ডিস্ট এসোসিয়েশনের সভাপতি এবং গ্লোবাল বুড্ডিস্ট রিলিফ এর চেয়ারম্যান, ডক্টর ভিক্ষু বোধি।

অনুষ্ঠানে তিনি বলেন,মানুষ মননশীলতা চর্চা করছে না বলেই, আজ আমাদের চারপাশে এত খুনাখুনির ঘটনা ঘটছে। মানুষের অজান্তেই মনে, রাগ, হিংসা এবং লোভ বাসা বেঁধে থাকে এবং তা মানুষকে নানা প্রকার রোগ ও বিপত্তির মুখে ঠেলে দেয়, যা মানুষ স্বাবাভিক ভাবে বুঝতে পারে না। মানুষের প্রথমত নিজের দেহ-মনের শান্তির জন্য, মনের দাসত্ব না করে মনের গতিবিধির উপর বেশি করে মনোযোগ দেয়া দরকার। মনকে পাহারা না দিলে মন যে আমাদের পুতুলের মতো পিছন থেকে নাচায়, তা আমরা বুঝতে পারি না। তিনি সকলকে বিভিন্ন ধরনের ধ্যান পদ্ধিত সম্পর্কে অবহিত করেন এবং সঠিক পদ্ধতিতে মাইন্ডফুলনেস বা ধ্যান চর্চার পরামর্শ প্রদান করেন।

হার্ভার্ড স্কলার ও আটলান্টা উনিভার্সিটির চাপ্লাইন প্রিয় রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে ও WFBB এর মহাসচিবের সুহাস বড়ুয়ার সঞ্চালনায় “নিউরোসাইন্স অফ মেডিটেশন” শীর্ষক এই সেমিনারে নিউরোসাইন্স এবং বৌদ্ধ ধ্যানী সাধকদের ধ্যানের উপর বিভিন্ন গবেষণার তথ্য উপাত্তসহ, নিউরোসায়েন্সের সাম্প্রতিক অগ্রগতি, ও ব্রেইনের কার্যক্ষমতায় ধ্যানের প্রভাব নিয়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট চিকিৎসক ডা সৌমিত্র বড়ুয়া। স্নায়ু বিজ্ঞান বা নিউরোলজির সাম্প্রতিক টেকনোলজিক্যাল উন্নয়ন এবং বৌদ্ধ ধ্যান সাধকদের উপর চলমান গবেষণার তথ্য নিয়ে ডঃ সৌমিত্র বড়ুয়ার চিকিৎসা বিজ্ঞান ভিত্তিক প্রাঞ্জল উপস্থাপনা ছিল অত্যন্ত জ্ঞানগর্ভ এবং প্রশংসনীয়। তিনি বলেন, নিউরোপ্লাস্টিসিটি হল সময়ের সাথে সাথে পরিবর্তন এবং মস্তিষ্কের তা মানিয়ে নেওয়ার স্বাভাবিক ক্ষমতা। এটি মস্তিষ্কের কোষগুলির মধ্যে নতুন সংযোগ তৈরি করে এবং আমাদের পরিবেশে আঘাত বা পরিবর্তনের মতো, আমরা যা শিখি, অনুভব করি বা এর মধ্য দিয়ে যাই, তার উপর ভিত্তি করে পুরানোগুলিকে সামঞ্জস্য করার মাধ্যমে এই পরিবর্তনগুলি ঘটায়।

তিনি বলেন, সাধারণ মানুষ ও ধ্যান সাধকদের ব্রেইনের মধ্যে বিস্তৃণ একটি তারতম্য দেখা গেছে বৈজ্ঞানিক পর্যবেক্ষনে। সাধকদের নিউপ্লাস্টিসিটি বা মস্তিষ্কের ক্ষমতা সাধারণ মানুষের ক্ষমতার চাইতে বেশী মাত্রায় বিস্তৃত থাকে। তিনি বলেন, মানুষের মানষিক রোগগুলো সৃষ্টি হয় নিওরোপ্লাস্টিসি স্বল্পতা বা সংকোচনের রাসায়নিক প্রক্রিয়ার কারনে। ক্রমাগত ধ্যান সাধনা মানুষের নিউরোপ্লাস্টির কার্যক্রমকে প্রসারিত করে যা মানুষের মনে শান্তি, স্থিতি ভাব বজায় রাখতে সহায়ক এবং অপর দিকে আলজাইমার, ডিপ্রেশন বা হতাশা, দুঃশ্চিন্তা রোগ থেকে মানুষকে মুক্ত রাখতে কার্যকরী ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লেখক ও গবেষক তরুণ বড়ুয়া, সংঠনের সাংগঠনিক সম্পাদকঃ রণবীর বড়ুয়া, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক শিমুল বড়ুয়া, বোস্টন বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ারসুতপা বড়ুয়া, প্রধান অতিথি ডঃ ভিক্ষু বোধির পরিচিতি উপস্থাপন করে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক শিল্পী রিমা কামাল, পঞ্চশীল প্রার্থনা করেন স্মৃতিকণা বড়ুয়া।

সারাদিনের আয়োজনে অন্যতম আকর্ষন ছিল বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিশোর এবং তরুণদের স্থানীয় ভাবে এবং ভার্চুয়ালি অংশ গ্রহণে সঙ্গীত পরিবেশনা এবং বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্য সমুহ দর্শকদের নিকট প্রাণবন্ত ভাবে উপস্থাপন যা উপস্থিত দর্শকদের ব্যাপক প্রশংসা লাভ করে। এতে ওমানের মাসকাট থেকে অংশ নেয় রৌদ্র বড়ুয়া, ইতালির ভেনিস থেকে অংশ নেয়, অরিত্রী বড়ুয়া, কানাডার টরেন্টো থেকে অংশ নেয় তনয় বড়ুয়া, নিউ ইয়র্ক থেকে অংশ নেয় সৃষ্টি বড়ুয়া, বোস্টন থেকে অংশ নেয় যথাক্রমে, সুস্মিত বড়ুয়া, প্রাঙ্গণ বড়ুয়া, নোয়েল বড়ুয়া এবং এ্যাপোলো বড়ুয়া। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খ্যাতিমান শিল্পী ও মেডিকেল ডাক্তারঃ রুবাইনা জামান, মুক্তা ও জুয়েল আলম।খবর আইবিএননিউজ ।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা, খ্যাতিমান অভিনেতা ও প্রযোজকঃ রাইসুল ইসলাম আসাদ, ভারতীয় আমেরিকান মনোরোগ বিশেষজ্ঞ, ডাক্তার কৃষাণ চক্রবর্তী, বিশিষ্ট ভারতীয় আমেরিকান ডাক্তার রণেন চ্যাটার্জী, আমেরিকার বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী ডঃ বামুন দাস বসুসহ বাংলাদেশী, ভারতীয়,হার্ভার্ড ইউনিভার্সিটি ও এমআইটি এর শিক্ষক-ছাত্র-ছাত্রীগণ এবং আমেরিকার মূলধারার বিভিন্ন পেশাজীবী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

ভিয়েনা/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

লন্ডনে অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে বিশাল অঙ্কের জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মননশীলতা চর্চার অভাবে আমেরিকায় ব্যাপক খুনাখুনির ঘটনা ঘটছে – ড.ভিক্ষু বোধি

আপডেটের সময় ১১:৩১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

হাকিকুল ইসলাম খোকন, বিশেষ প্রতিনিধিঃ ওয়ার্ল্ড ফেডারেশন অব বাংলাদেশী বুড্ডিস্টস এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত রবিবার,৩১শে আগস্ট ২০২৫, যুক্তরাষ্ট্রের বোস্টনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্যামব্রিজ  শহরের “দি ফাউন্ডরী মিলনাতয়নে” অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল, আন্তর্জাতিক খ্যাতিমান বৌদ্ধ ধর্মগুরু, লেখক, সুবক্তা, যুক্তরাষ্ট্র বুড্ডিস্ট এসোসিয়েশনের সভাপতি এবং গ্লোবাল বুড্ডিস্ট রিলিফ এর চেয়ারম্যান, ডক্টর ভিক্ষু বোধি।

অনুষ্ঠানে তিনি বলেন,মানুষ মননশীলতা চর্চা করছে না বলেই, আজ আমাদের চারপাশে এত খুনাখুনির ঘটনা ঘটছে। মানুষের অজান্তেই মনে, রাগ, হিংসা এবং লোভ বাসা বেঁধে থাকে এবং তা মানুষকে নানা প্রকার রোগ ও বিপত্তির মুখে ঠেলে দেয়, যা মানুষ স্বাবাভিক ভাবে বুঝতে পারে না। মানুষের প্রথমত নিজের দেহ-মনের শান্তির জন্য, মনের দাসত্ব না করে মনের গতিবিধির উপর বেশি করে মনোযোগ দেয়া দরকার। মনকে পাহারা না দিলে মন যে আমাদের পুতুলের মতো পিছন থেকে নাচায়, তা আমরা বুঝতে পারি না। তিনি সকলকে বিভিন্ন ধরনের ধ্যান পদ্ধিত সম্পর্কে অবহিত করেন এবং সঠিক পদ্ধতিতে মাইন্ডফুলনেস বা ধ্যান চর্চার পরামর্শ প্রদান করেন।

হার্ভার্ড স্কলার ও আটলান্টা উনিভার্সিটির চাপ্লাইন প্রিয় রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে ও WFBB এর মহাসচিবের সুহাস বড়ুয়ার সঞ্চালনায় “নিউরোসাইন্স অফ মেডিটেশন” শীর্ষক এই সেমিনারে নিউরোসাইন্স এবং বৌদ্ধ ধ্যানী সাধকদের ধ্যানের উপর বিভিন্ন গবেষণার তথ্য উপাত্তসহ, নিউরোসায়েন্সের সাম্প্রতিক অগ্রগতি, ও ব্রেইনের কার্যক্ষমতায় ধ্যানের প্রভাব নিয়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট চিকিৎসক ডা সৌমিত্র বড়ুয়া। স্নায়ু বিজ্ঞান বা নিউরোলজির সাম্প্রতিক টেকনোলজিক্যাল উন্নয়ন এবং বৌদ্ধ ধ্যান সাধকদের উপর চলমান গবেষণার তথ্য নিয়ে ডঃ সৌমিত্র বড়ুয়ার চিকিৎসা বিজ্ঞান ভিত্তিক প্রাঞ্জল উপস্থাপনা ছিল অত্যন্ত জ্ঞানগর্ভ এবং প্রশংসনীয়। তিনি বলেন, নিউরোপ্লাস্টিসিটি হল সময়ের সাথে সাথে পরিবর্তন এবং মস্তিষ্কের তা মানিয়ে নেওয়ার স্বাভাবিক ক্ষমতা। এটি মস্তিষ্কের কোষগুলির মধ্যে নতুন সংযোগ তৈরি করে এবং আমাদের পরিবেশে আঘাত বা পরিবর্তনের মতো, আমরা যা শিখি, অনুভব করি বা এর মধ্য দিয়ে যাই, তার উপর ভিত্তি করে পুরানোগুলিকে সামঞ্জস্য করার মাধ্যমে এই পরিবর্তনগুলি ঘটায়।

তিনি বলেন, সাধারণ মানুষ ও ধ্যান সাধকদের ব্রেইনের মধ্যে বিস্তৃণ একটি তারতম্য দেখা গেছে বৈজ্ঞানিক পর্যবেক্ষনে। সাধকদের নিউপ্লাস্টিসিটি বা মস্তিষ্কের ক্ষমতা সাধারণ মানুষের ক্ষমতার চাইতে বেশী মাত্রায় বিস্তৃত থাকে। তিনি বলেন, মানুষের মানষিক রোগগুলো সৃষ্টি হয় নিওরোপ্লাস্টিসি স্বল্পতা বা সংকোচনের রাসায়নিক প্রক্রিয়ার কারনে। ক্রমাগত ধ্যান সাধনা মানুষের নিউরোপ্লাস্টির কার্যক্রমকে প্রসারিত করে যা মানুষের মনে শান্তি, স্থিতি ভাব বজায় রাখতে সহায়ক এবং অপর দিকে আলজাইমার, ডিপ্রেশন বা হতাশা, দুঃশ্চিন্তা রোগ থেকে মানুষকে মুক্ত রাখতে কার্যকরী ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লেখক ও গবেষক তরুণ বড়ুয়া, সংঠনের সাংগঠনিক সম্পাদকঃ রণবীর বড়ুয়া, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক শিমুল বড়ুয়া, বোস্টন বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ারসুতপা বড়ুয়া, প্রধান অতিথি ডঃ ভিক্ষু বোধির পরিচিতি উপস্থাপন করে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক শিল্পী রিমা কামাল, পঞ্চশীল প্রার্থনা করেন স্মৃতিকণা বড়ুয়া।

সারাদিনের আয়োজনে অন্যতম আকর্ষন ছিল বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিশোর এবং তরুণদের স্থানীয় ভাবে এবং ভার্চুয়ালি অংশ গ্রহণে সঙ্গীত পরিবেশনা এবং বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও ঐতিহ্য সমুহ দর্শকদের নিকট প্রাণবন্ত ভাবে উপস্থাপন যা উপস্থিত দর্শকদের ব্যাপক প্রশংসা লাভ করে। এতে ওমানের মাসকাট থেকে অংশ নেয় রৌদ্র বড়ুয়া, ইতালির ভেনিস থেকে অংশ নেয়, অরিত্রী বড়ুয়া, কানাডার টরেন্টো থেকে অংশ নেয় তনয় বড়ুয়া, নিউ ইয়র্ক থেকে অংশ নেয় সৃষ্টি বড়ুয়া, বোস্টন থেকে অংশ নেয় যথাক্রমে, সুস্মিত বড়ুয়া, প্রাঙ্গণ বড়ুয়া, নোয়েল বড়ুয়া এবং এ্যাপোলো বড়ুয়া। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন খ্যাতিমান শিল্পী ও মেডিকেল ডাক্তারঃ রুবাইনা জামান, মুক্তা ও জুয়েল আলম।খবর আইবিএননিউজ ।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত বাংলাদেশের বিশিষ্ট মুক্তিযোদ্ধা, খ্যাতিমান অভিনেতা ও প্রযোজকঃ রাইসুল ইসলাম আসাদ, ভারতীয় আমেরিকান মনোরোগ বিশেষজ্ঞ, ডাক্তার কৃষাণ চক্রবর্তী, বিশিষ্ট ভারতীয় আমেরিকান ডাক্তার রণেন চ্যাটার্জী, আমেরিকার বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী ডঃ বামুন দাস বসুসহ বাংলাদেশী, ভারতীয়,হার্ভার্ড ইউনিভার্সিটি ও এমআইটি এর শিক্ষক-ছাত্র-ছাত্রীগণ এবং আমেরিকার মূলধারার বিভিন্ন পেশাজীবী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

ভিয়েনা/ইবিটাইমস/এম আর