বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৫’ শুরু

ইবিটাইমস ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড (USARPAC)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (TL)-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (২৫ জুলাই) সিলেটের জালালাবাদ সেনানিবাসে অবস্থিত প্যারা কমান্ডো ব্রিগেডে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল, মেজর জেনারেল অ্যাসকট এ. উইন্টার। এই যৌথ অনুশীলনটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের সমন্বয়ে পরিচালিত হচ্ছে, যা চলবে আগামী ৩০ জুলাই ২০২৫ পর্যন্ত—মোট ৬ দিনব্যাপী।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং মানবিক সহায়তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বজায় রেখে কাজ করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ বা যেকোন বৈশ্বিক হুমকি মোকাবিলায় বাংলাদেশ সদা প্রস্তুত, এবং অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

এই বছরের টাইগার লাইটনিং অনুশীলনের মূল লক্ষ্য হলো—বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং যৌথ কৌশলগত প্রস্তুতি জোরদার করা, অপারেশনাল দক্ষতা বৃদ্ধি করা এবং বাস্তব পরিস্থিতিতে কার্যকর প্রতিক্রিয়া দেওয়ার প্রস্তুতি আরও শক্তিশালী করা। এ অনুশীলনে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ জন সদস্য।

উদ্বোধনী আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর এয়ার ডিফেন্স পরিদপ্তরের পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক এবং প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডারগণ।

এ ধরনের যৌথ অনুশীলন কেবল পেশাগত দক্ষতা বৃদ্ধিতেই নয়, বরং দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার পারস্পরিক আস্থা, সমঝোতা ও কৌশলগত বন্ধনকে আরও গভীর ও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »