ভিয়েনা ০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা নবায়নে বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ১০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : পর্যটক ভিসা নিয়ে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যেসব বি‌দে‌শি নাগ‌রিক যুক্তরাষ্ট্র ভ্রমণ ক‌রেন তাদের ভিসা নবায়ন নিয়ে দুঃসংবাদ দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়- পর্যটন ভিসা আবেদনকারী যদি মূলত সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণের পরিকল্পনা করেন, তবে সেই আবেদন সরাসরি বাতিল করা হবে।

শ‌নিবার (১৪ জুন) ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হ‌য়, অনেক ভিনদেশি বাবা-মা পর্যটন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন শুধু সন্তান জন্ম দেয়ার উদ্দেশ্যে। তারা তাদের চিকিৎসা খরচের জন্য সরকারি সহায়তা ব্যবহার করেন। এতে আরও বলা হয়, এই ব্যয় যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর বর্তায়। এ অবস্থায় ভবিষ্যতে এই অভিভাবকরা হয়তো তাদের ভিসা নবায়নের যোগ্যতা হারাতে পারেন।

উল্লেখ্য, মার্কিন সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায়। অনেক সময় এই নিয়মকে অপব্যবহার করে থাকেন বিদেশি নাগরিকরা, যারা পরবর্তীতে সন্তানকে ‘অ্যাঙ্কর বেবি’ হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে চান। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তাদের ভিসা যাচাই প্রক্রিয়া আরও কঠোর করেছে এবং অভিভাবকদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ হলে ভিসা প্রত্যাখ্যানের হার বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রের ভিসা নবায়নে বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ

আপডেটের সময় ০৯:১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

ইবিটাইমস ডেস্ক : পর্যটক ভিসা নিয়ে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যেসব বি‌দে‌শি নাগ‌রিক যুক্তরাষ্ট্র ভ্রমণ ক‌রেন তাদের ভিসা নবায়ন নিয়ে দুঃসংবাদ দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়- পর্যটন ভিসা আবেদনকারী যদি মূলত সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণের পরিকল্পনা করেন, তবে সেই আবেদন সরাসরি বাতিল করা হবে।

শ‌নিবার (১৪ জুন) ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হ‌য়, অনেক ভিনদেশি বাবা-মা পর্যটন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন শুধু সন্তান জন্ম দেয়ার উদ্দেশ্যে। তারা তাদের চিকিৎসা খরচের জন্য সরকারি সহায়তা ব্যবহার করেন। এতে আরও বলা হয়, এই ব্যয় যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর বর্তায়। এ অবস্থায় ভবিষ্যতে এই অভিভাবকরা হয়তো তাদের ভিসা নবায়নের যোগ্যতা হারাতে পারেন।

উল্লেখ্য, মার্কিন সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায়। অনেক সময় এই নিয়মকে অপব্যবহার করে থাকেন বিদেশি নাগরিকরা, যারা পরবর্তীতে সন্তানকে ‘অ্যাঙ্কর বেবি’ হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে চান। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তাদের ভিসা যাচাই প্রক্রিয়া আরও কঠোর করেছে এবং অভিভাবকদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ হলে ভিসা প্রত্যাখ্যানের হার বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ঢাকা/ইবিটাইমস/এসএস