ভিয়েনা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইরান-ইসরায়েল যুদ্ধাবস্থায় বিশ্বজুড়ে ইসরায়েল তার সব দূতাবাস বন্ধ ঘোষণা করেছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ১৩ সময় দেখুন

বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের দূতাবাসগুলো বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একইসাথে তাদের নাগরিকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার (১৩ জুন) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়,বিভিন্ন দেশে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে জনবহুল এলাকাগুলোতে ইসরায়েল কিংবা ইহুদী কোনো প্রতীক ব্যবহার না করতে বিশেষ সতর্কতা  জারি করেছে কর্তৃপক্ষ।

যে কোন ধরণের হামলার পরিস্থিতি হলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সাহায্য নেয়ার পরামর্শ দেয়া হয়েছে বিবৃতিতে। মূলত ইরানে হামলা চালানোর পর ইসরায়েলিদের সতর্ক করতে এসব নির্দেশনা দেয়া হয়েছে। তবে কতদিন ইসরায়েল দূতাবাসগুলো বন্ধ থাকবে তা স্পষ্ট নয়।

ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি আক্রমণে উভয় দেশের আকাশসীমা বন্ধ ঘোষনা করা হয়েছে। এর প্রভাব সমগ্র মধ্যপ্রাচ্যের ওপর পড়েছে। ইউরোপ
ও আমেরিকা থেকে এশিয়া দেশসমূহে যাত্রীবাহী বিমান ইরানের আকাশসীমা ব্যবহার করতো। এই বন্ধের ফলে ইতিমধ্যেই বিভিন্ন এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।

উল্লেখ্য যে, শুক্রবার ( ১৩ জুন) ভোর ৪টার দিকে রাজধানী তেহরানসহ ইরানের আট শহরে বড় বিমান হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। দেশটির ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১০০ স্থাপনায় হামলা করা হয়েছে বলে এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দ্য রেভোল্যুশনারী গার্ড কোরের প্রধান কমান্ডার হোসাইন সালামি, পরমাণু বিজ্ঞানী ও ইরানের পরমাণু সংস্থার প্রধান ফেরেয়দুন আব্বাসি ও পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ তেহরানচি নিহত হয়েছেন।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইরান-ইসরায়েল যুদ্ধাবস্থায় বিশ্বজুড়ে ইসরায়েল তার সব দূতাবাস বন্ধ ঘোষণা করেছে

আপডেটের সময় ০৯:৩৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের দূতাবাসগুলো বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একইসাথে তাদের নাগরিকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার (১৩ জুন) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়,বিভিন্ন দেশে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে জনবহুল এলাকাগুলোতে ইসরায়েল কিংবা ইহুদী কোনো প্রতীক ব্যবহার না করতে বিশেষ সতর্কতা  জারি করেছে কর্তৃপক্ষ।

যে কোন ধরণের হামলার পরিস্থিতি হলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সাহায্য নেয়ার পরামর্শ দেয়া হয়েছে বিবৃতিতে। মূলত ইরানে হামলা চালানোর পর ইসরায়েলিদের সতর্ক করতে এসব নির্দেশনা দেয়া হয়েছে। তবে কতদিন ইসরায়েল দূতাবাসগুলো বন্ধ থাকবে তা স্পষ্ট নয়।

ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি আক্রমণে উভয় দেশের আকাশসীমা বন্ধ ঘোষনা করা হয়েছে। এর প্রভাব সমগ্র মধ্যপ্রাচ্যের ওপর পড়েছে। ইউরোপ
ও আমেরিকা থেকে এশিয়া দেশসমূহে যাত্রীবাহী বিমান ইরানের আকাশসীমা ব্যবহার করতো। এই বন্ধের ফলে ইতিমধ্যেই বিভিন্ন এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।

উল্লেখ্য যে, শুক্রবার ( ১৩ জুন) ভোর ৪টার দিকে রাজধানী তেহরানসহ ইরানের আট শহরে বড় বিমান হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। দেশটির ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১০০ স্থাপনায় হামলা করা হয়েছে বলে এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দ্য রেভোল্যুশনারী গার্ড কোরের প্রধান কমান্ডার হোসাইন সালামি, পরমাণু বিজ্ঞানী ও ইরানের পরমাণু সংস্থার প্রধান ফেরেয়দুন আব্বাসি ও পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ তেহরানচি নিহত হয়েছেন।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর