জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে ডোবার পানিতে ডুবে মো. সাইমুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দালাল বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু সাইমুন ওই বাড়ির মো. আব্বাসের ছেলে।
শিশু সাইমুনকে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা সিদ্দিকুর রহমান জানান, সকালে নিজ ঘরে তার বড় ও জমজ ভাই এর সঙ্গে খেলছিল সাইমুন। এ সময় তার মা ঘরের ভেতর ছিলেন। ঘরের মধ্যে খেলার সময় কোন সময় সে বাইরে চলে আসে কেহ টের পাইনি। ওই বাড়ি থেকে বের হওয়ার পথের পাশে ডোবার পানিতে শিশু সাইমুনকে পানিতে ভাসতে দেখে ওই বাড়ির লোক ডাক চিৎকার দিলে সাইমুনকে কুয়ার পানি থেকে উদ্ধার করে আমি সাথে সাথে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশু সাইমুনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস
শিরোনাম :
-
EuroBanglaTimes
- আপডেটের সময় ১১:৪৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- ১১ সময় দেখুন
Tag :
জনপ্রিয়
Translate »