ইবিটাইমস ডেস্ক: ভারতের গুজরাটের মেঘানী নগরে একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি আবাসিক এলাকা বলে ধারণা করা হচ্ছে। বিমানের ভেতরে ছিলো ২৪২ জন, যার মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বৃহস্পতিবার (১২ জুন) যুক্তরাজ্যগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। সেখানে বিধ্বস্ত অংশগুলো থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
দুর্ঘটনার পর জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে ছুটে যায়, যার মধ্যে সাতটি দমকলের ইঞ্জিনও রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস
ভারতে বিমান বিধ্বস্ত
