ভারতের বিমান দুর্ঘটনায় মোদিকে প্রধান উপদেষ্টার শোকবার্তা, সহযোগিতায় প্রস্তুত বাংলাদেশ

ভারতের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 

ইবিটাইমস ডেস্কঃ বৃহস্পতিবার (১২ জুন) ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি যাত্রীবাহী (বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার) দুর্ঘটনায় শোক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো ওই বার্তায় ড. ইউনূস মর্মান্তিক এই ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্বোধন করে বলা হয়, ‘আহমেদাবাদে ২৪২ জন যাত্রী বহনকারী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।’

তিনি আরও বলেন, ‘নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং এই কঠিন সময়ে তাদের প্রিয়জনদের শোক বইবার ক্ষমতা দিন- এই প্রার্থনা করছি। আমরা ভারতের জনগণ এবং সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং আমাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করছি।’

সেই সঙ্গে বাংলাদেশ সব ধরনের সহায়তা করার জন্য প্রস্তুত আছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

এর আগে বৃহস্পতিবার দুপুরে আহমাদাবাদের সর্দার বল্লব ভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড্ডয়নের এক মিনিটের কম সময়ের মধ্যে বিধ্বস্ত হয় লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। বিমানটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিল। এর মধ্যে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্য, একজন কানাডা ও সাত জন পর্তুগালের নাগরিক।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »