ভারতের আহমাদাবাদে ২৪২ জন যাত্রী নিয়ে আবাসিক এলাকায় এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত

বিমানটি গুজরাটের আহমাদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়নের পর পরই আহমাদাবাদের আবাসিক এলাকায় আছড়ে পড়ে বিস্ফোরিত হয়

আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার (১২ জুন) এয়ার ইন্ডিয়ার (Air India) ফ্লাইট AI 171বেলা ১টা ৩৮ মিনিটে আহমাদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়,বোয়িং সংস্থার ৭৮৭-৮ বিমানটিতে ৫৩ জন ব্রিটিশ নাগরিক এবং বিমানকর্মী মিলিয়ে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন।

সংবাদমাধ্যম আরও জানায়,বিধ্বস্ত বিমানের পাইলট দুর্ঘটনার আগে বিপদসংকেত পাঠিয়েছিলেন। তার পর পরই বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে
যায়। আহমাদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি জানিয়েছে, বিমানটি আহমাদাবাদ থেকে স্থানীয় সময় একটা ৩৯ মিনিটে আকাশে ওড়ে। বিমানটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল বিমান থেকে বিপদ বার্তা দিয়েছিলেন, কিন্তু তারপরে এটিসির ডাকে কোনো সাড়া পাওয়া যায় নি।

দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়, এআই১৭১ বিমানটি বেলা ১টা ৩৮ মিনিটে আহমাদাবাদ বিমানবন্দর ছাড়ে। বোয়িং সংস্থার ৭৮৭-৮ বিমানটিতে আহমাদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমান। ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই লোকালয়ের উপর বিমানটি ভেঙে পড়েছে। এই বিমানে যাত্রী এবং বিমানকর্মী মিলে মোট ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ১৬৯ জনই ভারতীয়। এ ছাড়া ৫৩ জন ব্রিটিশ নাগরিক এয়ার ইন্ডিয়ার বিমানটিতে ছিলেন। বিমান সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বিমানে যাত্রীর সংখ্যা ২৩০। বাকি ১২ জন ছিলেন বিমানকর্মী। তাঁদের মধ্যে দু’জন পাইলট।

বৃহস্পতিবার বিকেল ৩টা ১৯ মিনিটে এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে, এআই১৭১ বিমানটি বেলা ১টা ৩৮ মিনিটে আহমাদাবাদ বিমানবন্দর ছাড়ে। বোয়িং সংস্থার ৭৮৭-৮ বিমানটিতে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন। এ ছাড়া, ৫৩ জন ব্রিটিশ, এক জন কানাডিয়ান এবং সাত জন পর্তুগিজ নাগরিক দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে ছিলেন।

ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই সংক্রান্ত আরও তথ্য জানার জন্য একটি হটলাইন নম্বর খুলেছে এয়ার ইন্ডিয়া। ১৮০০৫৬৯১৪৪৪ নম্বরে যোগাযোগ করে এই সংক্রান্ত তথ্য জানা যাবে। কী ভাবে এই দুর্ঘটনা, তার তদন্ত শুরু হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, কর্তৃপক্ষকে এই সংক্রান্ত তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করছে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »