বৃটেনের রাজা চার্লস ও প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টা ড.ইউনূস বৈঠক

যুক্তরাজ্যের (ইউকে) রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী সপ্তাহে লন্ডনে সাক্ষাৎ করবেন

ইবিটাইমস ডেস্কঃ মঙ্গলবার (৩ জুন) দেশের একাধিক কূটনৈতিক সূত্র জাতীয় সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য যে,যুক্তরাজ্যের দ্য কিংস ফাউন্ডেশনের আমন্ত্রণে কিং চার্লস থ্রি হারমনি অ্যাওয়ার্ড গ্রহণের জন্য দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের লন্ডনের উদ্দেশে সরকারি সফরে আগামী সোমবার (৯ জুন) ঢাকা ত্যাগের কথা রয়েছে। আগামী মঙ্গলবার অথবা বুধবার লন্ডনে বাকিংহাম প্রাসাদে রাজা চার্লসের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে বলে জানা গেছে।

আগামী বৃহস্পতিবার রাজা সেন্ট জেমস প্রাসাদে ড. মুহাম্মদ ইউনূসকে হারমনি অ্যাওয়ার্ডে ভূষিত করার কথা রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কোনো ব্যক্তির জীবনব্যাপী অবদান, রাজার দর্শন ও দ্য কিংস ফাউন্ডেশনের প্রতি অব্যাহত সমর্থনের জন্য এই অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। ২০২৪ সালে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ও ব্রিটিশ তারকা ফুটবলার ডেভিড বেকহ্যামকে।

জানা যায়, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার আগামী বুধ অথবা বৃহস্পতিবার বৈঠকের সম্ভাবনা রয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিসহ দেশটির কয়েকজন মন্ত্রীর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। এ কর্মসূচিগুলো দু-এক দিনের মধ্যে চূড়ান্ত হবে।

জানা যায়, ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা, বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো, রোহিঙ্গা সংকটের সমাধানে দেশটির সহায়তা চাওয়াসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।

অন্তর্বর্তী সরকার গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ যাঁদের বিরুদ্ধে দেশ থেকে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে, তাঁদের অনেকে যুক্তরাজ্যে সম্পত্তি কিনেছেন—এমন তথ্য আছে সরকারের কাছে। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে বিষয়টি বেশ গুরুত্ব পাবে।

এর বাইরে বিখ্যাত চাথাম হাউস ও একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য দেওয়া কথা রয়েছে। যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি সমাবেশে তিনি মতবিনিময় করবেন।

অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে মুহাম্মদ ইউনূসের এটিই হবে যুক্তরাজ্যে প্রথম সফর। ১৩ জুন তিনি দেশে ফিরতে লন্ডন ত্যাগ করবেন বলে কথা রয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »