বাঁধন রায়, ঝালকাঠি : দীর্ঘ চারমাস পর চালু হয়েছে
ঝালকাঠির ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের এক্সরে মেশিন।
সোমবার সকালে এর উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান।
এসময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীরসহ হাসপাতালের ডাক্তারগণ উপস্থিত ছিলেন।
শুধু ফিল্ম সংকটের কারণে কার্যক্রম বন্ধ ছিল। ফলে ভোগান্তিতে পড়েছে সেবা নিতে আসা রোগীরা।
অতিরিক্ত টাকা দিয়ে বাহিরের ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্সরে করাতে হতো তাদেরকে।
খোঁজ নিয়ে জানা গেছে, সদর হাসপাতালের সাবেক তত্ত্ববধায়ক ডা. শামিম আহম্মেদ থাকাকালীন সময়ে এক্সরে মেশিনের ফিল্ম শেষ হয়ে যায়। তবে তিনি নিজের স্বার্থসিদ্ধির জন্য জরুরি ভিত্তিতে কোটেশন দিয়ে না কিনে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রয় করতে চেয়েছিলেন।
অবশেষে সেই তত্ত্বাবধায়কের বদলির পর ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর তত্ত্ববধায়কের দায়িত্বপ্রাপ্ত হন এবং তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের সহযোগিতা নিয়ে এক্সরে ফিল্ম ক্রয় করেন।
এর মাধ্যমে রোগীদের ভোগান্তি লাঘব হয়েছে বলে মনে করছেন সচেতন মহল।
এদিকে এক্সরে বিভাগের দায়িত্বরত কর্মকর্তা দিলীপ কুমার জানান, ভবিষৎতে এই ধরণের সংকট হওয়ার সম্ভাবনা নেই এবং দীর্ঘদিন এক্সরে মেশিন চালু না থাকায় বিকল হওয়ার ঝুঁকির মধ্যে ছিল।
ঢাকা/ইবিটাইমস/এসএস
চারমাস পর চালু হলো ঝালকাঠি সদর হাসপাতালের এক্সরে মেশিন
