নতুন পররাষ্ট্রসচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্রসচিব করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার

ইবিটাইমস ডেস্কঃ বুধবার (২১ মে) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জাতীয় সংবাদমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র আরও জানিয়েছে, অন্তর্বর্তী সরকার মাসখানেকের মধ্যে রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে যুক্তরাষ্ট্রে তার রাষ্ট্রদূতের দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, নতুন সচিব দায়িত্ব না নেওয়া পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিকী ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করবেন। আর বর্তমান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বৃহস্পতিবার (২২ মে) থেকে ছুটিতে যাওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জাতীয় সংবাদমাধ্যমকে আরও জানান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে ঢাকায় ফিরতে বলা হয়েছে।

সূত্র আরও জানায়,রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম বাংলাদেশের ২৮তম পররাষ্ট্রসচিব হতে যাচ্ছেন। বর্তমানে পেশাদার এই কূটনীতিক অতিরিক্ত সচিব পদমর্যাদার। তাকে পররাষ্ট্রসচিব করতে গেলে আগে পদোন্নতি দিতে হবে। এসব আনুষ্ঠানিকতার জন্য কিছুটা সময় লাগবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, জসীম উদ্দিনের পররাষ্ট্রসচিব হিসেবে আগামীকাল শেষ অফিস হতে পারে। তিনি আপাতত ছুটিতে থাকবেন। আর নতুন পররাষ্ট্রসচিব দায়িত্ব না নেওয়া পর্যন্ত আপাতত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়ার কথা রয়েছে।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১১তম ব্যাচের কর্মকর্তা রুহুল আলম সিদ্দিকী আগামী জুনের ২০ তারিখে অবসরে যাওয়ার কথা।

অন্যদিকে, আসাদ আলম সিয়াম যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হওয়ার আগে অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। রাষ্ট্রদূত হিসেবে ফিলিপাইনে প্রথম অ্যাসাইমেন্টে গিয়েছিলেন সিয়াম।

অস্ট্রিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম দেশের পররাষ্ট্রসচিব নিযুক্ত হচ্ছেন খবর শুনে অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। অত্যন্ত সহজ সরল ও সদালপী রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম তার স্বল্পকালীন দায়িত্ব পালনের সময় অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সকলের মন জয় করেছেন।

অস্ট্রিয়া ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত ইউরো বাংলা টাইমসের পরিবার ও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »