ভারত অধ্যুষিত কাশ্মিরের পেহেলগাম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

দক্ষিণ ভারতের চেন্নাই থেকে কারা গেল শ্রীলঙ্কায় ? ভারতের বার্তায় শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোতে হুলুস্থুল কাণ্ড

আন্তর্জাতিক ডেস্কঃ শনিবার (৩ মে) শ্রীলঙ্কার কাছে ভারত থেকে একটি জরুরী বার্তা আসে যে,বিমানে করে দক্ষিণ ভারতের চেন্নাই থেকে ৬জন সন্দেহভাজন ব্যক্তি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আসছে। ফলেএ নিয়ে দেশটির প্রধান বিমানবন্দরে ঘটে গেলো হুলুস্থুল কাণ্ড।

উল্লেখ্য যে,কাশ্মীরের পহেলগামে গত ২২ এপ্রিল ভয়াবহ হামলার পর পাকিস্তানকে দোষারোপ করে আসছে ভারত। হামলায় জড়িত থাকার কথা শুরু থেকেই অস্বীকার এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ইসলামাবাদ।

তারপরেও কোনো প্রমাণ ছাড়াই একতরফাভাবে পাকিস্তানকেই দায়ী করছে দিল্লি। হামলাকারীদের ধরতেও কাশ্মীরজুড়ে অভিযান ও ভারতের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। কিন্তু এখনও কোনো কূল-কিনারা করতে পারেনি মোদি সরকার।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, পহেলগামে হামলার সঙ্গে সন্দেহভাজন জড়িতরা চেন্নাই হয়ে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছেছেন, এমন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে কলম্বো প্রশাসনকে সতর্ক করে ভারত। এরপর বিমানটি কলম্বো বিমানবন্দরে অবতরণের পর ব্যাপক তল্লাশি চালানো হয়।

শ্রীলঙ্কার পুলিশের একজন মুখপাত্র জানান, চেন্নাই থেকে কলম্বোয় আসা একটি বিমানে ছয় সন্দেহভাজন জঙ্গি রয়েছে- এমনই সতর্কবার্তা এসেছিল ভারত থেকে। তারপরেই ওই বিমানে তল্লাশি অভিযান শুরু হয়। তবে, সন্দেহভাজন কাউকে খুঁজে পাওয়া যায়নি।

রাজনৈতিক ও সামরিক বিশ্লেষক এবং কূটনীতিকরা বলছেন, পাকিস্তান যে কাশ্মীরা হামলা চালিয়েছে, তার জোরালো প্রমাণ এখনও দেখাতে পারেনি ভারত। এ অবস্থায় দিল্লি কোনো পদক্ষেপ নিলে বিশ্ব মঞ্চে তার ন্যায্যতা পাওয়ার সম্ভাবনা কম। তবে, পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত এবং পাকিস্তানের মধ্যে চমলান সামরিক সংঘর্ষের আশঙ্কা যদি বাড়তে থাকে তাহলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »