ভিয়েনা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

লালমোহনে অভিযানে মৎস্য বিভাগের সাফল্য

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৩:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৬ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে দুই মাসের অভয়াশ্রম অভিযানে রেকর্ড সাফল্য অর্জন করেছেন মৎস্য বিভাগ। উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে দুই মাসে মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে মোট ১১২টি অভিযান পরিচালনা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।
তিনি জানান, গত ১ এপ্রিল থেকে ৩০ শে মার্চ পর্যন্ত লালমোহন উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করেছি। ১৫টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ করা হয়েছে ৫৯ হাজার মিটার অবৈধ ইলিশ জাল এবং ৩ লাখ ৯৬ হাজার মিটার কারেন্ট জাল। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া এই অভিযানে বিভিন্ন সময় মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান আরও জানান, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব ও উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনা এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অন্য বছরের তুলনায় এই বছরের জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে সফল অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে। যার ফলে জেলেরা আমাদের চোখ অগোচরে নদীতে তেমন বেশি নামতে পারিননি। তারপরও যারা মাছ শিকারে নদীতে নেমেছে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ অভিযান সুন্দরভাবে বাস্তবায়ন করতে আমাদেরকে বাংলাদেশ কোস্টগার্ড ও থানা পুলিশের সদস্যরা ব্যাপকভাবে সহযোগিতা করেছেন। যার মাধ্যমে দুই মাসের এই অভিযান পরিচালনায় লালমোহন উপজেলা মৎস্য বিভাগ জেলার মধ্যে রেকর্ড সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সীমিত জনবল নিয়েও লালমোহন উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাগণ দুই মাসের জাটকা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়ন করেছেন। এটি সত্যিই প্রশংসার দাবিদার। সফলভাবে এই অভিযান বাস্তবায়ন করায় আমাদের ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা সঠিকভাবে পূরণ হবে বলে আমি আশাবাদী। 
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

৩৩ বছর ধরে বন্ধ লালমোহন পাবলিক লাইব্রেরি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অভিযানে মৎস্য বিভাগের সাফল্য

আপডেটের সময় ০৯:১৩:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে দুই মাসের অভয়াশ্রম অভিযানে রেকর্ড সাফল্য অর্জন করেছেন মৎস্য বিভাগ। উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে দুই মাসে মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে মোট ১১২টি অভিযান পরিচালনা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।
তিনি জানান, গত ১ এপ্রিল থেকে ৩০ শে মার্চ পর্যন্ত লালমোহন উপজেলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করেছি। ১৫টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ করা হয়েছে ৫৯ হাজার মিটার অবৈধ ইলিশ জাল এবং ৩ লাখ ৯৬ হাজার মিটার কারেন্ট জাল। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া এই অভিযানে বিভিন্ন সময় মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান আরও জানান, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব ও উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনা এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অন্য বছরের তুলনায় এই বছরের জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে সফল অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে। যার ফলে জেলেরা আমাদের চোখ অগোচরে নদীতে তেমন বেশি নামতে পারিননি। তারপরও যারা মাছ শিকারে নদীতে নেমেছে তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ অভিযান সুন্দরভাবে বাস্তবায়ন করতে আমাদেরকে বাংলাদেশ কোস্টগার্ড ও থানা পুলিশের সদস্যরা ব্যাপকভাবে সহযোগিতা করেছেন। যার মাধ্যমে দুই মাসের এই অভিযান পরিচালনায় লালমোহন উপজেলা মৎস্য বিভাগ জেলার মধ্যে রেকর্ড সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সীমিত জনবল নিয়েও লালমোহন উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাগণ দুই মাসের জাটকা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়ন করেছেন। এটি সত্যিই প্রশংসার দাবিদার। সফলভাবে এই অভিযান বাস্তবায়ন করায় আমাদের ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা সঠিকভাবে পূরণ হবে বলে আমি আশাবাদী। 
ঢাকা/ইবিটাইমস/এসএস