ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট টিমের অন্যতম ক্রিকেটার তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন। ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। সেখানে অবস্থা গুরুতর দেখে নেওয়া হয়েছে আইসিইউতে। অবস্থা সংকটাপন্ন হওয়ার পর লাইফ সাপোর্টে রাখা হয়েছে তামিমকে। তার বিষয়ে ডাক্তাররাও কোনো কিছু আপাতত নিশ্চয়তা দিতে পারছেন না, শুধু বলছেন, ‘আল্লাহ ভরসা।’
সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগের খেলা চলাকালে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম। দলীয় ম্যানেজার ও সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপনকে তামিম বলেছিলেন, আমার খুব খারাপ লাগছে। বুকে ব্যথা করছে।
শিপনসহ সতীর্থ ক্রিকেটার এবং কর্মকর্তারা অবস্থা দেখে ধারণা করেন, হয়তো হার্ট অ্যাটাক হয়েছে। কাল বিলম্ব না করে দ্রুত হেলিকপ্টার ডেকে আনা হয় এভারকেয়ার হাসপাতালে নেয়ার জন্য। কিন্তু চেষ্টা করেও হেলিকপ্টারে তোলা যায়নি। কারণ, হেলিকপ্টারে তোলার সময়ই আবার লুটিয়ে পড়েন তিনি।
অবস্থা বেগতিক দেখে দ্রুত স্থানীয় কেপিজে হাসপাতালে নেয়া হয়, সঙ্গে সঙ্গেই আইসিইউতে নেয়া হয় তামিমকে। এখন রয়েছেন লাইফ সাপোর্টে। তার সঙ্গে এখন হাসপাতালে রয়েছেন বড় ভাই নাফিস ইকবাল এবং মোহামেডান কর্মকর্তা সাজ্জাদ আহমেদ শিপন ও তারিকুল ইসলাম টিটু। জানা গেছে, দুটি হার্ট অ্যাটাক হয়েছে তার। যার মধ্যে একটা ম্যাসিভ।
ঢাকা/ইবিটাইমস/এসএস