আগামী ২৬ মার্চ চারদিনের চীন সবরে যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
ইবিটাইমস ডেস্কঃ বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সফরের সময় ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের।
এর আগের দিন তিনি বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। ২৯ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম তার সাপ্তাহিক ব্রিফিংয়ে আরও জানিয়েছেন, সংশ্লিষ্ট পক্ষগুলো বর্তমানে উচ্চ পর্যায়ের সফরের সময় আলোচিত দ্বিপাক্ষিক এজেন্ডাগুলো নিয়ে কাজ করছে।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর