ইবিটাইমস: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে দেয়া এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন তিনি।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফেসবুক পোস্টে তিনি লিখেন, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সবসময় সমর্থন করেছেন।
তিনি আরও লিখেন, আমার বাবা-মা, আমার শ্বশুর-শাশুড়ি, বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে অনেক ধন্যবাদ, যিনি ছোটবেলা থেকেই আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে আমার পাশে থেকেছেন। পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ, যারা কঠিন সময়ে আমার পাশে থেকেছেন। আমি জানি লাল-সবুজ জার্সিতে রাইদ আমাকে মিস করবে।
মাহমুদউল্লাহ আরও লিখেন, সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু তুমি হ্যাঁ বলো এবং এগিয়ে যাও। শান্তি…
সবশেষে তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানান।
এর আগে বিসিবির চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নেয়ার অনুরোধ করেন মাহমুদউল্লাহ। সে অনুরোধ রেখে মার্চ থেকে তাকে চুক্তির বাইরে রেখেছে বিসিবি।
ওয়ানডেতে ২৩৯ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। যেখানে ৩৬.৪৬ গড়ে ৫ হাজার ৬৮৯ রান করেছেন তিনি। ৪টি সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ৩২টি। চার সেঞ্চুরির সবগুলোই আইসিসি ইভেন্টে। এই সংস্করণে বল হাতেও মন্দ করেননি তিনি। ১৫৩ ইনিংসে বল করে শিকার করেছেন ৮২ উইকেট।
এছাড়া টেস্টে ৫টি সেঞ্চুরি ও ১৬ হাফ সেঞ্চুরিসহ ২ হাজার ৯১৪ রান করেছেন মাহমুদউল্লাহ। যেখানে অপরাজিত ১৫০ তার ক্যারিয়ারসেরা। এই সংস্করণে ৪৩ উইকেট আছে তার। টি-টোয়েন্টিতে রান ২ হাজার ৪৪৪। বাংলাদেশের মধ্যে তার চেয়ে বেশি রান কেবল সাকিব আল হাসানের (২ হাজার ৫৫১)। এই সংস্করণে মাহমুদউল্লাহর উইকেটসংখ্যা ৪১।
ডেস্ক/ইবিটাইমস/এনএল